সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রোলড হলেন আরশি খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2018 09:37 AM (IST)
1
দেখুন আরশির এধরনের পোশাক পরার জন্যে সমালোচনা করা আরও বেশ কিছু পোস্ট
2
দেখুন আরশির এধরনের পোশাক পরার জন্যে সমালোচনা করা আরও বেশ কিছু পোস্ট
3
দেখুন আরশির এধরনের পোশাক পরার জন্যে সমালোচনা করা আরও বেশ কিছু পোস্ট
4
নিজের বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সম্প্রতি ওয়েব দুনিয়ায় ঝড় তোলেন বিগ বস খ্যাত প্রতিযোগী আরশি খান
5
আরেক ভক্তের মত, তাঁকে কি তাঁর ধর্ম নগ্ন হতে শিখিয়েছে?
6
অপর একজন লিখেছেন তুমি আমাদের লজ্জা।
7
আরশির এক ভক্ত লিখেছেন, আল্লাহ তোমায় ক্ষমা করুক।
8
বিগ বস ১১-র সেটে সেক্সি রাত পোশাকেও দেখা গিয়েছে আরশিকে।
9
বহু নেটিজেনই আরশিকে তাঁর ধর্মের কথা মনে করিয়ে দিয়ে বলেন, এধরনের পোশাক পরা তাঁর মোটেই উচিত হয়নি।
10
তবে আরশি খানকে বিকিনি পরে দেখে অনেকে যেমন প্রশংসা করেছেন, তেমনই নেটিজেনদের ট্রোলের মুখেও পড়তে হয়েছে আরশিকে।