কলকাতা: ২০১৫ থেকে ২০২২। সময়টা খুব বেশি না হলেও পরিবর্তনটা বিশাল। সদ্য পোস্ট করা ঋতব্রত মুখোপাধ্যায়ের (Rwitobroto Mukherjee) ছবিটা দেখলে এই কথা মনে হতে বাধ্য। হলুদ শার্ট আর পেতে আঁচড়ানো চুলে একরত্তি ঋতব্রতে বর্তমানের সঙ্গে মেলানো মুশকিল। তবে ক্যাপশনে অভিনেতা দাবি করছেন, এই ছবি ঋতব্রতর নয়, 'কচুয়া'-র। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবি 'ওপেন টি বায়োস্কোপ' (Open Tee Bioscope)-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। ঋতব্রত লিখেছেন, 'এটা কচুয়া। আমাদের ছবি 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটা ৭ বছরে পা দিল। ২০১৫ সালে দর্শক আমাদের ছবিটাকে ভালোবেসে গ্রহণ করেছিলেন। ২০২২ সালেও এই ছবিটা সবসময় আমাদের মধ্যে বেঁচে আছে আর ভবিষ্যতেও থাকবে। আমরাও এই সিনেমাটায় বাঁচি। 'ওপেন টি বায়োস্কোপ' মানে আমার কাছে অনেক কিছু। এই ছবিটা আমাদের অনেক কিছু দিয়েছে। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও প্রযোজক সুজিত সরকারের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। গোটা টিম আর আমার বন্ধুদের ধন্যবাদ।' পোস্টের শেষে ঋতব্রত জুড়ে দিয়েছেন ছবির জনপ্রিয় গানের একটি লাইন, 'বন্ধু চল'। পোস্টে ঋতব্রত ট্যাগ করেছেন ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়দের।

সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে আবেগমাখা পোস্ট করেছিলেন ঋদ্ধি সেনও। এই ছবি জড়িয়ে রয়েছে তাঁর কেরিয়ারের সঙ্গেও। শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত পোস্ট করে শ্রীজাতের একটি কবিতা ক্যাপশনে লিখেছিলেন ঋদ্ধি। তিনি লিখছেন,

'কেমন ছিলো শীতের বেলাতুষার পাতে ঠোঁটের নরমএসব কেবল আগের জীবনপ্রেমিক কিন্তু জাতিস্মরও

ভুলে যাওয়ার খুব গভীরেমনে পড়ার ছকটা চেনাবসন্তে ঠিক আসবো ফিরেএক মাঘে তো শীত যাবেনা '।

শ্রীজাত

 

Picture courtesy - Biplab SanyalSeven years of Open Tee Bioscope'। (অপরিবর্তিত)