রাণা দাস, কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) : ট্রেন অবরোধের ঘটনায় তৃণমূল নেতাদের (TMC Leaders) বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রেল (Rail)। কেতুগ্রামের (Ketugram) শিবলুন স্টেশনের ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা ও মদত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই কারণে তৃণমূল নেতা-সহ মোট ১০৫ জনের নামে অভিযোগ দায়ের করেছে আরপিএফ।


অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে কেতুগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি (Block President) বিকাশ মজুমদার থেকে শুরু করে বুথ সভাপতি ও তৃণমূল নেতা-কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করছেন তৃণমূল নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার দিন বিকাশ মজুমদার জানিয়েছিলেন, গ্রামবাসী মিলে এই অবরোধ করেছে। রেল আশ্বাস দিয়েছে।


এদিকে রেলের অভিযোগের পর গ্রেফতারি এড়াতে অভিযুক্ত তৃণমূল নেতারা এখন জামিন নিতে ছুটে আসছেন কাটোয়া আদালতে। তাঁদের দাবি, এলাকাবাসী যাতে ট্রেন অবরোধ না করেন তা সামাল দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু যেহেতু তাঁরা তৃণমূল করেন, তাই কেন্দ্রের বিজেপি সরকার আরপিএফের সাহায্য নিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।


আরও পড়ুন ; কাটোয়া আমোদপুর লাইনে শিবলুন স্টেশনের কাছে রেল অবরোধ, দুর্ভোগ যাত্রীদের


যদিও এনিয়ে কাটোয়া স্টেশনের আরপিএফের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি। তবে, মৌখিকভাবে জানানো হয়েছে, ঘটনার দিন ট্রেন অবরোধকারীদের ভিডিও ফুটেজ দেখে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কোনও রাজনৈতিক রং দেখে অভিযোগ দায়ের করা হয়নি।


গত বছর ডিসেম্বর মাসের ৩১ তারিখে কাটোয়া-আজিমগঞ্জ নিমতিতা শাখায় ট্রেনের স্টপেজের দাবি ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কেতুগ্রামের শিবলুন স্টেশন-সহ আরও কয়েকটি স্থানে অবরোধ করে এলাকাবাসী। বেশ কয়েক ঘণ্টা চলে ট্রেন অবরোধ। ফলে, ওই শাখায় বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন-সহ কয়েকটি এক্সপ্রেস ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে। এই ঘটনায় কাটোয়া স্টেশনের আরপিএফের তরফ থেকে অবরোধকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।