ছবি করতে চাই তবে আত্মবিশ্বাস নেই: শ্রেয়া ঘোষাল
ABP Ananda, Web Desk | 21 Jan 2017 12:49 PM (IST)
মুম্বই: ভাল চিত্রনাট্য এলে ছবি করতে আপত্তি নেই তাঁর। তবে সেই ছবিতে তাঁর চরিত্র অত্যাবশ্যক হতে হবে। জানালেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া মনে করেন, বলিউডে গায়ক গায়িকাদের মুখ্য চরিত্রে রেখে খুব বেশি ছবি হচ্ছে না। যখনই কোনও ছবিতে কোনও গায়ককে নেওয়ার কথা হচ্ছে, তখনই শুধু গায়ক বলেই নাকচ দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর মতে, অভিনয়ে আগ্রহী গায়ক গায়িকাদের ভুল ছবি বাছাই এর মূল কারণ। কিন্তু যদি কোনও ছবিতে সত্যিই তাঁকে দরকার হয়, তবে তাতে কাজ করতে তাঁর আপত্তি নেই। শ্রেয়া জানিয়েছেন, ছবির নায়িকা হওয়ার মত আত্মবিশ্বাস নেই তাঁর। অভিনয় করতে পারেন কিনা, তাও জানেন না। অভিনয় শিখতে তাঁকে কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তবে যদি পরিচালকরা তাঁকে ভরসা জোগাতে পারেন, তবে তাঁর আপত্তি নেই। এমটিভি আনপ্লাগড-এর সিজন সিক্স-এ দেখা যাবে শ্রেয়াকে। লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গজল ‘রসম এ উলফাত কো নিভায়েঁ’ গাইবেন তিনি। প্রবাদপ্রতিম গানটি গাওয়ার ব্যাপারে ভয় ভয়ও করছে তাঁর। তিনি জানেন, তাঁর গান শুনে লতার গাওয়া আসল গানের সঙ্গে তুলনা টানা হবেই। কিন্তু তাঁর জয় তখনই হবে, যদি তরুণ প্রজন্ম এই গানটি নতুন করে শোনে। সঙ্গীতের মঞ্চে তাঁর আত্মবিশ্বাসের কোনও ঘাটতি নেই। সেই বিশ্বাসে ভর করেই গানটি গাইবেন তিনি।