নয়াদিল্লি: অস্কার ২০২৩-এ (Oscars 2023) জোড়া জয় পেয়েছে ভারত। তবে এবারের অস্কারের দৌড়ে থেকেও জিততে পারেনি বাঙালি পরিচালক শৌনক সেনের (Shaunak Sen) তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes)। তবে হাতে অস্কার না পেলেও এই তথ্যচিত্র (Documentary) মন জয় করেছে দেশ বিদেশের দর্শকের। এবার ছবিটি অবশেষে দেখা যাচ্ছে ভারতে। কোথায় দেখা যাবে 'অল দ্যাট ব্রিদস'? রইল তথ্য।


ভারতে মুক্তি পেল 'অল দ্যাট ব্রিদস'


শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক শৌনক সেন। তাঁর তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' অবশেষে দেখা যাবে ভারতে। তিনি ছবির পোস্টার শেয়ার করে লেখেন, 'ঘোষণা করতে পেরে আনন্দিত হচ্ছি যে অবশেষে ভারতে 'অল দ্যাট ব্রিদস' দেখা যাবে। বাকি সমস্ত এইচবিও ছবি ও শোয়ের মতো, এই ছবিও রয়েছে জিও-তে। ছড়িয়ে দিন এই বার্তা।' শৌনক সেনের এই পোস্টে অনুরাগীদের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও। ছবির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। 


অস্কার ২০২৩-এর (Oscar 2023) মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। সম্মানিতও হয়েছে। এর আগে গত ২২ মার্চ থেকে কিছুদিনের জন্য এই ছবি দেখা যাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। কিন্তু ১ এপ্রিল থেকে বিভিন্ন কারণে এইচবিও-র কোনও কনটেন্টই আর হটস্টারে দেখা যাচ্ছে না। ফলে 'অল দ্যাট ব্রিদস'ও দেখার সুযোগ পাওয়া যায়নি আর। অবশেষে সেই সুযোগ পাবেন দর্শক। 


 






শৌনক সেন পরিচালিত এই তথ্যচিত্র মহম্মদ সৌদ ও নাদিম শেগজাদ নামে দুই ভাইয়ের গল্প বলে। এই দুই ভাই অসুস্থ ও আঘাতপ্রাপ্ত পাখিদের, বিশেষত চিলদের উদ্ধার করে তাদের চিকিৎসা করে। তাদের সুস্থ করে তোলে। এই কাজে কার্যত দিনরাত এক করে নিজেদের জীবন উৎসর্গ করেছে। মানুষের সঙ্গে প্রকৃতি ও অন্যান্য প্রাণীর সম্পর্কের এক বিশেষ অধ্যায় দেখানো হয়েছে। 


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?


প্রায় ঘণ্টা দেড়েকের এই তথ্যচিত্রে রয়েছে একাধিক সাক্ষাৎকার। দুই ভাইয়ের নিরলস পরিশ্রমের খণ্ডচিত্র। শৌনক সেনের এই তথ্যচিত্র কান ২০২২-এ গোল্ডেন আই অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে। এছাড়াও শৌনকের ঝুলিতে রয়েছে সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালের (Sundance Film Festival) ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ: তথ্যচিত্র (World Cinema Grand Jury Prize: Documentary) পুরস্কার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial