নয়াদিল্লি: এবার অস্কারের (Oscars 2023) 'বেস্ট স্কোর' (Best Score) বিভাগে মনোনয়ন পেল 'আর আর আর' (RRR) ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু' (Natu Natu)। একের পর এক পালক জুড়েই চলেছে 'আর আর আর'-এর মুকুটে। এবার দেখার পালা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) মঞ্চে কার হাতে ওঠে সেরার শিরোপা। 


অস্কারে মনোনীত 'নাটু নাটু'


২৪ ডিসেম্বর, ঘোষণা করা হচ্ছে 'অস্কার ২০২৩'-এর মনোনয়নের তালিকা। ভবিষ্যদ্বাণী আগেই করা হয়েছিল যে অস্কারে মনোনয়ন পেতে পারে 'নাটু নাটু'। অনুমান সঠিক হল। 


৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১২ মার্চ। সেরা সঙ্গীত বিভাগে মনোনয়ন পেল এস এস রাজামৌলি পরিচালিত ছবির গান। ইতিমধ্যেই বিশ্বজুড়ে একাধিক খ্যাতি অর্জন করেছে 'আর আর আর'। ফলে এই ছবি দেখার জন্য অনুরাগীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। প্রসঙ্গত, 'নাটু নাটু' গানের হাত ধরেই ভারত প্রথম 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' জিতেছে। এছাড়া 'ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড'ও ঝুলিতে ভরেছে এই ছবি। এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের লড়াইয়ে সামিল হচ্ছে 'নাটু নাটু'। 


 






'অস্কার ২০২৩'-এর 'অরিজিন্যাল সং' (Original Song) বিভাগে মনোনীত হয়েছে, 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির 'অ্যাপ্লজ', 'টপ গান: মেভারিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ', 'আর আর আর' ছবির 'নাটু নাটু' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। 


 




আরও পড়ুন: ‘Pathaan’ Advance Booking: রেকর্ড অগ্রিম বুকিং 'পাঠান'-এর, পুনরুজ্জীবিত হবে বলিউড, আশা অ্যানালিস্টদের


অন্যদিকে, এই বছরের অস্কারে 'সেরা তথ্যচিত্র' বিভাগে মনোনয়ন পেয়েছে 'অল দ্যাট ব্রিদস'। শৌনক সেন পরিচালিত এই ছবি ১৪৪ টি ছবির মধ্যে থেকেও নিজের জায়গা করে নিয়েছে।                                                                    


প্রসঙ্গত, 'অস্কার ২০২৩'-এর কথা বললেই গত বছরের স্মৃতিও মনে আসে। বিনোদনের সেরা মঞ্চ সাক্ষী থেকেছিল বিতর্কিত এক ঘটনার। অভিনেতা উইল স্মিথ অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় কষিয়েছিলেন। অভিনেতার অভিযোগ ছিল, তাঁর স্ত্রী জাডাকে নিয়ে করুচিকর ইয়ার্কি করেছিলেন সঞ্চালক। এরপর উইল স্মিথ অবশ্য জনসমক্ষে ক্ষমাও চেয়ে নেন।