ইনদোর : রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিলের (Subhman Gill) জোড়া শতরান। মাঝপর্বে রানের গতিতে খানিক স্লথ হলেও শেষলগ্নে হার্দিক পাণ্ড্য-র (Hardik Pandya) ঝোড়া অর্ধশতরান। সবমিলিয়ে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে রানের পাহাড় গড়ল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারত করেছে ৩৮৫ রানের বিশাল স্কোর। 


টসে জিতে ইনদোরের হোলকার স্টেডিয়ামে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। তুলনামূলক ছোট মাঠ ও ভাল পিচে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন রোহিত-শুভমান। দুরন্ত ছন্দে থাকা ভারতের দুই ওপেনিং ব্যাটারই কার্যত প্রভুত্ব করতে থাকেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর।  ৮৬ বলে ৯ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে রোহিত শর্মা করেন ১০১ রান। আর ৭৮ বলে ১১২ রানের দুরন্ত ইনিংসের পথে ১৩ টি চার ও ৫ টি ছক্কা হাঁকান শুভমান। রোহিত সাজঘরে ফেরার আগে পর্যন্ত ওপেনিং জুটিতে ২১২ রানের পার্টনারশিপ জোড়ে ভারত। রোহিত ও শুভমান অল্প রানের ব্যবধানে ফেরার পর কিছুটা ভারতের রানের গতি কমে।


প্রথমে বিরাট কোহলির (৩২) সঙ্গে ভুল বোঝাভুঝিতে ইশান কিশান (১৭) ও কিছুক্ষণের মধ্যে সূর্যকুমার যাদব (৫৪) সাজঘরে ফেরেন। রোহিত-শুভমানের জোড়া ধামাকার দিনে বড় রান পাননি বিরাট কোহলিও। ওয়াশিংটন সুন্দর (৯) বড় রান না পেলেও শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস ঝোড়ো গতিতে টানতে থাকেন হার্দিক পাণ্ড্য। ৩৮ বলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ঝোড়ো ৫৪ রানের ইনিংস খেলেন হার্দিক। যার সুবাদেই ৯ উইকেট খুইয়ে ৫০ ওভারের শেষে ৩৮৬ রান তোলে ভারত।  


নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। প্রথম দুটি ম্যাচে এসেছে জয়। ইনদোরে সিরিজের তৃতীয় ম্যাচে জিতে ভারতের সামনে আপাতত কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমান গিল। পাশাপাশি এই সিরিজ শেষ হলেই ২৭ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হয়ে যাবে দুই দলের টেস্ট সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল বা বিরাট কোহলি কেউই নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মতো এই সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য


আরও পড়ুন- জোড়া শতরান রোহিত-শুভমানের, বাবরের কীর্তি ছুঁলেন গিল