নয়াদিল্লি: আজ অর্থাত ২৪ ডিসেম্বর ঘোষণা হবে অস্কার ২০২৩-এর (Oscar 2023)। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। সকলের নজর রয়েছে কারা কোন বিভাগে সেরার শিরোপা কার মাথায় ওঠে। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী কে হন তা দেখার অপেক্ষায়।


অস্কার ২০২৩- 


'আর আর আর', 'চেলো শো', ''অল দ্যাট ব্রিদেস'', 'দ্য এলিফ্যান্ট হুইসপারস' ভারতীয় এই চারটি ছবি নির্বাচিত হয়েছে অস্কার জেতার দৌড়ে। সকলের নজর রয়েছে বিশ্বের অন্যান্য দেশের ছবিগুলিকে পিছনে ফেলে ভারতীয় কোনও ছবি অস্কার জিততে পারে কিনা তা দেখার জন্য। ২৪ জানুয়ারি সন্ধে সাতটা থেকে দেখানো শুরু হবে।



আরও পড়ুন - Nawazuddin Siddiqui: পুত্রবধূর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের, মুখ খুললেন আলিয়া


প্রসঙ্গত, আগে জানা গিয়েছে, পান নলিনের 'চেলো শো (লাস্ট ফিল্ম শো)' অস্কারের মনোনয়নের জন্য অফিশিয়াল এন্ট্রি পেয়েছে। এছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছে, বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)', ঋষভ শেট্টির 'কান্তারা (Kantara)', পরিচালক এস এস রাজামৌলির 'আরআরআর (RRR)' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawari)' জায়গা করে নিয়েছে এই তালিকায়। অন্যদিকে, মরাঠী ছবি 'মে বসন্তরাও', 'তুঝ্য সাথি কাহি হি', আর মাধবন অভিনীত 'রকেট্রি দ্য নাম্বি এফেক্টস', 'ইরাভিন নিঝাল', কন্নড় ছবি 'বিক্রান্ত রোনা' বিভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছে।


অন্যদিকে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নাম উঠলেই মনে পড়ে যায় পুরনো স্মৃতি। ২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। সঞ্চালক ক্রিস রককে আচমকাই থাপ্পড় কষান হলিউড অভিনেতা উইল স্মিথ। অভিনেতার স্ত্রীকে নিয়ে রসিকতা করার জেরেও এমন কাণ্ড ঘটান তিনি। পরে যদিও প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নেন উইল স্মিথ।কিছুদিন আগে ক্রিস রক জানিয়েছিলেন যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি আর অস্কার ২০২৩ সঞ্চালনা করতে চান না। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ক্রিস রক তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন যে, উইল স্মিথের চড় কাণ্ডের পর তাঁর মধ্যে ট্রমা দেখা দিয়েছে। তিনি এখনও সেই ট্রমা কাটাতে পারেননি।