মুম্বই: সর্বকালীন সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য হন। অস্কার-সহ বহু সেরার শিরোপা জয় করে নিয়েছেন। কিন্তু জীবনসায়াহ্নে জীবনে অন্ধকার নেমে এল অভিনেত্রী জুডি ডেঞ্চের। দৃষ্টিশক্তি হারাতে শুরু করেছেন তিনি। কাছের মানুষকেও আর দেখে চিনতে পারেন না, কারও মুখ চিনতে পারেন না, শুধুমাত্র অবয়বটুকুই বুঝতে পারেন বলে জানালেন। (Judi Dench Vision Loss)

Continues below advertisement


নয় নয় করে ৯০ বছর বয়স হয়েছে জুডির। তাঁকে ছাড়া সিনেমা, বা সিনেমা ছাড়া তাঁকে কল্পনাই করা যায় না। কিন্তু সম্প্রতি আর সেভাবে ছবিতে দেখা যায় না তাঁকে। নিজেই কি অভিনয় থেকে সরে যাচ্ছেন তিনি, জুডিকে প্রশ্ন করেন এক সাংবাদিক। সেই প্রশ্নের জবাবে জুডি যে উত্তর দিয়েছেন, মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের। (Judi Dench)


১৯৭৯ সালে ইয়ান ম্যাককেলেনের সঙ্গে ‘ম্যাকবেথ’ ছবিতে অভিনয় করেন জুডি। তিনি ছিলেন লেডি ম্যাকবেথের চরিত্রে। সম্প্রতি ইয়ানকে পাশে নিয়েই সাক্ষাৎকার দিতে বসেন জুডি। অভিনয় কমিয়ে দেওয়ার কারণ খোলসা করেন সেখানেই। জুডি বলেন, “আমাকে আর (ক্য়ামেরার সামনে) দেখতে পান না কারণ আমি নিজেই আর দেখতে পাই না।”


কিন্তু দর্শক তাঁকে দেখতে উৎসুক বলে জানান ইয়ান। এতে জুডি বলেন, “হ্যাঁ, আমি তোমার আউটলাইনটা দেখতে পাই। কারণ এত ভাল করে চিনি তোমাকে। ম্যাকবেথ স্কার্ফ চেনা আমার। কিন্তু আজকাল কাউকে চিনতে পারি না। টেলিভিশনও দেখতে পারি না আমি। পড়তে পারি না বইও।” দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ায় কখনও অপ্রস্তুত হতে হয়েছে কি না জানতে চান ইয়ান। কখনও কখনও এমন হয় বলে জানান জুডি। আজকাল বাড়ি থেকেও আর একা বেরোতে পারেন না বলেও জানিয়েছেন। জুডি বলেন, "কেউ না কেউ সঙ্গে থাকবেই। আমি দেখতে পাই না। ফলে কিছুতে ধাক্কা খেতে পারি, পড়ে যেতে পারি।"


২০১২ সালেই Age Related Macular Degeneration রোগের কথা জানান জুডি। সেই থেকেই চেনা মানুষের মুখও এক এক করে হারাতে শুরু করেন জুডি। এমনকি তাঁর হয়ে অন্য কাউকে চিত্রনাট্য পড়ে দিতে হতো। তাঁর মেয়ে কখনও চিত্রনাট্য পড়তেন, কখনও আবার এজেন্ট। তিনি বসে শুনতেন এবং গোটা দৃশ্য কল্পনা করতেন। সন্ধের দিকে রেস্তরাঁয় খেতে গেলে সামনের আসনে বসা লোককেও চিনতে পারেন না বলে জানিয়েছেন জুডি।


আগামী ৯ ডিসেম্বর ৯১ বছরে পা দেবেন জুডি। প্রায় ৭০ বছরের সুদীর্ঘ কেরিয়ারে অগণিত পুরস্কার, সম্মান পেয়েছেন তিনি। ‘শেক্সপিয়ার ইন লভ’ ছবিতে রানি প্রথম এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য জিতে নেন অস্কার। ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন ছ’টি। চারটি ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস, দু’টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, দু’টি স্ক্রিন অ্যাকট্রস গিল্ড অ্যাওয়ার্ডস, একটি টোনি অ্যাওয়ার্ড, সাতটি লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন। এমনকি 'জেমস বন্ড' সিরিজেও চুটিয়ে অভিনয় করেন জুডি। অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য ১৯৮৮ সালে জুডিকে Dame Commander of the Order of the British Empire উপাধিতে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যে কারণে জুডিকে ‘Dane Judi Dench’ও বলা হয়। এহেনও অভিনেত্রী দৃষ্টিশক্তি হারাচ্ছেন জেনে মন বার সকলেরই। শেষ বার ২০২২ সালেই জুডির অভিনয় দেখতে পান দর্শকরা। গত বছর মে মাসেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন জুডি।