নয়াদিল্লি: তাঁর পরিচালনায় তৈরি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র (Documentary Short Film) ভারতে চলতি বছরে এনেছে অস্কার (Oscars)। তিনি কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। তাঁর তৈরি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) এখন প্রায় সকল ভারতবাসীর অন্যতম পছন্দের ছবি। এত বড় সম্মানের পর স্বভাবতই প্রশ্ন উঠছে মূলধারার বাণিজ্যিক ছবি (massy commercial movie) তৈরি করতে চান কি না তিনি। তবে কার্তিকির স্পষ্ট উত্তর, এখনই এমন কোনও ভাবনা তাঁর নেই। 


বাণিজ্যিক ছবি নিয়ে কী ভাবনা রয়েছে কার্তিকির?


বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক কার্তিকি গঞ্জালভেস। বাণিজ্যিক ছবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অস্কারজয়ী পরিচালকের উত্তর, 'আমি সত্যিই এখন বিশাল বাণিজ্যিক ছবির মধ্যে যাওয়ার কথা ভাবছি না। তথ্যচিত্র এমন একটি বিষয় যেখানে কাজ করতে আমি ভালবাসি।'


তিনি আরও বলেন, 'আমি একজন প্রাকৃতিক ইতিহাসের চিত্রগ্রাহক এবং আমি অনুভব করি যে এখানেই আমি সেরা কাজটা করতে পারব এবং আমার সমৃদ্ধি সম্ভব। তবে যদিও আমি জানি না বিশালাকার মূলধারার ছবির ক্ষেত্রে ভবিষ্যতে আমার জন্য কী রয়েছে তবে আপাতত আমি তথ্যচিত্রেই কাজ করতে চাইব।'


অন্যদিকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পরিচালক কার্তিকি গঞ্জালভেস। দেখা যাচ্ছে সেখানে তথ্যচিত্রের দুই প্রধান চরিত্র, অর্থাৎ যাঁদের জীবনের ওপর নির্ভর করে তৈরি ছবিটি, সেই বোমান ও বেলির হাতে সোনালি ঝলমলে অস্কার ট্রফি। মুখে চওড়া হাসি দুইজনের। অনেক নেটিজেনের মতে, ওঁদের হাসির কাছে ঝকঝকে অস্কারও যেন ম্লান।


অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন ছবির প্রযোজক গুণীত মোঙ্গাও (Guneet Monga)। ক্যাপশনে লেখেন, 'সক্কাল সক্কাল এই হাসিটারই প্রয়োজন ছিল। ধন্যবাদ, বোমান ও বেলি, আমাদের দুর্দান্ত 'এলিফ্যান্ট হুইস্পারার্স', তোমাদের অসাধারণ গল্প সকলকে বলতে দেওয়ার জন্য! আমাদের নিষ্পাপ দুই দৈত্য, রঘু ও অম্মুকে অনেক ভালবাসা।'


আরও পড়ুন: Gumraah: নিজের হাতে খুন করার কথা কি স্বীকার করবেন আদিত্য? কী উঠে আসছে 'গুমরাহ'-র ট্রেলারে?


তাঁদের এই পোস্টে অনুরাগীদের ভালবাসা ও শুভেচ্ছা চোখে পড়ার মতো। ইন্ডাস্ট্রিরও সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'ওঁদের হাতে অস্কারটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। এরকম সম্প্রদায়ের সদস্যদের এবং আমাদের বন রক্ষায় তাঁরা যে ভূমিকা পালন করেন সে সম্পর্কে যেন আরো অনেক সিনেমা তৈরি হয়।' অনেকে লেখেন, 'যাঁদের ওপর খ্যাতির আলো থাকার কথা, তাঁদের হাতে এই ট্রফি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ।'