নয়াদিল্লি: সম্প্রতি নাগাপত্তিনামের নাগোর দরগায় (Nagore Dargah in Nagapattinam) গিয়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান (AR Rahman)। হাজির হয়েছিলেন কান্ধুরি উৎসবে (Kandhuri Festival)। তবে সেখানেই নজর কাড়লেন শিল্পী। গন্তব্যে পৌঁছতে চারচাকা নয়, অস্কারজয়ী সঙ্গীতশিল্পী চাপলেন অটোয়। 


দামি গাড়ি নয়, অটোয় চড়লেন রহমান


সাধক শাহুল হামিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিন ধরে অনুষ্ঠিত হয় এই কান্ধুরি উৎসব। সেই উৎসবে অংশ নিতে নাগোর দরগায় পৌঁছতে দেখা গেল এ আর রহমানকে, কিন্তু অটোরিক্সায় চেপে। 


ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে শিল্পীর পরনে মেরুন রঙের কুর্তা। ১৪ দিন ব্যাপী এই কান্ধুরি উৎসবকে নাগোর দরগা ফেস্টিভ্যালও বলা হয়। এটি সাধক শাহুল হামিদের মৃত্যুর দিন থেকে ১৪তম দিন পর্যন্ত পালিত হয়। এই উৎসবের অংশ হিসেবে একাধিক অ্যাক্টিভিটি হয়ে থাকে। যার মধ্যে কোরান পাঠ, আতসবাজি প্রদর্শনী, রথযাত্রা অন্যতম। নাগোর দরগার আধ্যাত্মিকতার সাক্ষী হতে ভক্তরা উৎসবে অংশগ্রহণ করেন।


 






উৎসবের উদ্বোধন হয় একটি পবিত্র পতাকা উত্তোলনের মাধ্যমে, যা পরে রথের মাধ্যমে নাগোর দরগায় নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় থেকে সপ্তম দিন পর্যন্ত পবিত্র সকল সাধকেরা বিভিন্ন প্রার্থনার পাশাপাশি কোরান পাঠ করেন। 


আরও পড়ুন: Shah Rukh Khan: ১৫৭ কোটি আয় 'ডাঙ্কি'র, করজোড়ে প্রণাম, চুম্বনে অনুরাগীদের ধন্যবাদ শাহরুখের


বিতর্কে জড়ান রহমান


এ আর রহমানের ভক্ত দেশবিদেশে প্রচুর। তা সত্ত্বেও বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। সম্প্রতি 'পিপ্পা' (Pippa) নামক ছবিতে তাঁর সঙ্গীত পরিচালনা নিয়ে হয় প্রবল জলঘোলা। প্রথমত চেন্নাইয়ে মিগজাউম ঝড়ের প্রকোপে বন্যা পরিস্থিতির মধ্যেও এই ছবির প্রচার করেন তিনি, ফলে প্রবল সমালোচিত হয়েছিলেন। এছাড়া এই ছবিতে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'কারার ওই লৌহ কপাট'-এর নতুন সংস্করণ তৈরির জন্য বিপুল বিতর্কের মুখে পড়েন। পরবর্তীকালে ছবির প্রযোজকেরা বিবৃতি দেন যে এই গানটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমস্ত স্বত্ত্ব তাঁরা নিয়ে রেখেছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।