নয়াদিল্লি: রবিবার 'মন্নত'-এ (Mannat) ফের 'শাহরুখ দর্শন' (Shah Rukh Khan)। অনুরাগীদের ধন্যবাদ জানাতে ফের এদিন নিজের বাড়ির সেই চেনা ব্যালকনিতে হাজির হলেন কিং খান (King Khan)। 'ডাঙ্কি' (Dunki) মুক্তির ঠিক চতুর্থ দিনের মাথায় তাঁকে অনুরাগীদের সামনে আসতে দেখা গেল। বক্স অফিসে (Box Office) ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ধন্যবাদ জানাতেই হাজির হন বাদশাহ্।
মন্নতের ব্যালকনিতে কিং খান, ধন্যবাদ জানালেন অনুরাগীদের
চলতি বছরে তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। প্রথম সপ্তাহান্তের শেষে গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকা আয় করেছে এই ছবি। দর্শক ও অনুরাগীদের ভালবাসায় আপ্লুত শাহরুখ, তাঁদের ধন্যবাদ জানাতে মন্নতের ব্যালকনিতে হঠাৎ হাজির তিনি।
সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয় তাঁর ভিডিও, ছবি। মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের মধ্যে তখন উচ্ছ্বাসের বন্যা। নীল টিশার্ট, রিপড জিনস, চোখে সানগ্লাস, লম্বা চুলে হেয়ারব্যান্ড। কিং খান এলেন, অনুরাগীদের করজোড়ে ধন্যবাদ জানালেন, বিলোলেন উড়ন্ত চুম্বন, এবং অবশ্যই দুই হাত ছড়িয়ে তাঁর সিগনেচার পোজ দিলেন।
'ডাঙ্কি' ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছে তাপসী পন্নুকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোছার ও অনিল গ্রোভার। দর্শকের থেকে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিসে এই ছবি একক হিসেবে দেখলে ভালই ব্যবসা করছে, কিন্তু চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বাদশাহর অপর দুই ছবি 'পাঠান' ও 'জওয়ান'-এক তুলনায় খুব একটা দারুণ ব্যবসা করতে পারছে না। আগের দুই ছবিই বিশ্ববাজারে ১০০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল।
'ডাঙ্কি'র অন্যতম প্রযোজক গৌরী খানের 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির বিশ্ববাজারে আয়ের পরিমাণ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'ডাঙ্কির প্রতি ভালবাসা প্রত্যেকদিন বেড়ে চলেছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ'। সেখানেই উল্লেখ করা হয় যে এই ছবি গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করেছে।
বড়দিনের আবহে মুক্তি প্রাপ্ত 'ডাঙ্কি' ছবিকে প্রেক্ষাগৃহে লড়াই করতে হচ্ছে প্রভাসের 'সালার'-এর সঙ্গে। প্রশান্ত নীল পরিচালিত ছবি মাত্র ২ দিনে বিশ্ববাজারে ২৯৫ কোটি টাকার ব্যবসা করেছে। 'ডাঙ্কি' ছবির পরিচালনায় রাজু হিরানি মূলত 'ডাঙ্কি ফ্লাইট' বা 'ডাঙ্কি রুট' ধরে বেআইনি অভিবাসনের গল্পকে তুলে ধরেছেন। ছবিটি রাজু হিরানির 'মাস্টারপিস' না হলেও আবেগঘন সফরে নিয়ে যাবে দর্শককে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।