লস অ্যাঞ্জেলস: সেরা অভিনেতা, অভিনেত্রী, সেরা ছবির নাম তো কালই শুনেছেন। এবার দেখে নেওয়া যাক, অস্কারের লাল কার্পেটে সেরা পোশাক পরিহিতর পুরস্কার জিতে নিলেন কারা। শুরু করা যাক সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়া এমা স্টোনকে দিয়ে। সোনালি ও ব্রোঞ্জের স্বরোভস্কি স্ফটিকের এমব্রয়ডারি করা গাউন পরেছিলেন তিনি।
লাভিং ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পান রুথ নেগা। তাঁর লাল টকটকে গাউন নজর কাড়ে সকলের।
অভিনেত্রী হেইলি স্টেইনফিল্ড পরেছিলেন থ্রিডি ফ্লোরাল অ্যাপ্লিকের কাজ করা হাইনেক গাউন। তাতে স্ফটিকের কারুকার্য।
পিছিয়ে ছিলেন না আমাদের দেশি গার্লও। সাদা ডিজাইনার গাউন, পারফেক্ট হেয়ার স্টাইলে দর্শকদের চোখ ধাঁধিয়ে দেন প্রিয়ঙ্কা চোপড়া।
তবে এক নম্বরে আছেন এলি ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া বর্ষীয়াণ শিল্পী ইসাবেল হুপার্ট। লং স্লিভ অফ হোয়াইট গাউনে ফ্যাশন পুলিশের মন জিতে নেন তিনি।