মুম্বই: আজ আইপিএলে অভিষেক হতে চলেছে টুর্নামেন্টের নতুন ২ টো দল গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও লখনউ সুপারজায়ান্টস দলের। গুজরাত টাইটান্সের নেতৃত্বে যেখানে হার্দিক পাণ্ড্য, সেখানে লখনউয়ের দায়িত্বে রয়েছেন কে এল রাহুল (K L Rahul)। দ্বিতীয় জনের কাছে অধিনায়কত্ব নতুন নয়। আইপিএলে এর আগেও পাঞ্জাব কিংসের নেতৃত্বে ছিলেন তিনি। এমনকী জাতীয় দলের দায়িত্বও সামলেছেন। কিন্তু হার্দিক পাণ্ড্যর কাছে এই প্রথমবার অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ।
গুজরাত টাইটান্স
২ দলই এবারের টুর্নামেন্টে নতুন। ২ দলের তারকাখচিত প্লেয়ারে ভরা। কিন্তু টিম কম্বিনেশন কেমন হতে পারে, তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে শুভমন গিল ও আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমনউল্লাহ গুরবাজকে। গুজরাতের অধিনায়ক হিসেবে হার্দিক খেলতে নামবেন এদিন। জাতীয় দলের গ্রহ থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। এবারের আইপিএলে তাই নিজেকে ফের প্রমাণ করে জাতীয় দলে ফেরার রাস্তা মসৃণ করতে মরিয়া হার্দিক। ওয়াংখেড়েতে ম্যাচ। এই মাঠে প্রচুর ম্যাচ খেলেছেন হার্দিক। ফলে মনে করা হচ্ছে যে গুজরাতের হয়ে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামবেন তিনি। পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। রয়েছেন কিউয়ি স্পিডস্টার লকি ফার্গুসন। এছাড়াও স্পিন বিভাগে চমক রশিদ খান।
লখনউ সুপারজায়ান্টস
লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে কে এল রাহুলকে। এর আগে পাঞ্জাব কিংসের নেতৃত্বে দেখা গিয়েছিল তাঁকে। গত আইপিএলের পরই রাহুল জানিয়ে দিয়েছিলেন যে তিনি পাঞ্জাব ছাড়তে চান। এরপরই লখনউ তাঁকে দলে নেয়। এবার নতুন দলে নতুন পরীক্ষার মুখে পড়তে হবে রাহুলকে। দলে মণীশ পাণ্ডে, ক্রুণাল পাণ্ড্য, কুইন্টন ডি ককের মতো তারকারা রয়েছেন। বোলিং বিভাগে আবেশ খান, রবি বিষ্ণােইরা রয়েছেন প্রতিপক্ষকে বেগ দেওয়ার জন্য।
হার্দিক-রাহুল ২ জনেই ভীষণ ভাল বন্ধু মাঠের বাইরেও। তবে আইপিএলে এবার অধিনায়ক হিসেবে প্রথমবার মুখোমুখি মহারণে। কে কাকে টেক্কা দেয়, তা দেখার।