নয়াদিল্লি: তুঙ্গে অস্কার (Oscar) উত্তেজনা। আজ ঘোষণা করা হল চুরানব্বই তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (94th Academy Awards) মনোনয়নের তালিকা। এই বছরের মনোনীতদের তালিকায় 'অস্কারস টু হোয়াইট' ('Oscars too White') নামে সমালোচিত হওয়ার সম্ভাবনা নেই কারণ এই তালিকায় সেরা অভিনেতার মধ্য়ে রয়েছে উইল স্মিথ এবং ডেনজেল ওয়াশিংটনের নাম, অন্যদিকে সেরা পরিচালকের জন্য রিসুকে হামাগুচির মতো নাম রয়েছে। মনোনয়নের তালিকায় শীর্ষে রয়েছে জেন ক্যাম্পিয়ন পরিচালিত 'দ্য পাওয়ার অফ দ্য ডগ'। এই ছবির নাম রয়েছে ১২টি ক্যাটেগরিতে, যেমন সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা হিসেবে বেনেডিক্ট কামবারবাচ, দু'টি সেরা সহ অভিনেতা, একজন সেরা অভিনেত্রী। 'ডিউন'-এর ঝুলিতে ১০ মনোনয়ন রয়েছে, অন্যদিকে 'ওয়েস্ট সাইড স্টোরি' ও 'বেলফাস্ট'-এর মনোনয়ন হয়েছে ৭টি ক্যাটেগরিতে।

মহিলা দলিত সাংবাদিকদের ওপর তৈরি ভারতের একটি ডকুমেন্টারি 'সেরা ডকুমেন্টারি ফিচার' ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে। ডকুমেন্টারির নাম 'রাইটিং উইথ ফায়ার'। 

অস্কারের মনোনয়ন ঘোষণা করেন মার্কিনি অভিনেত্রী ট্রেসি এলিস রস এবং অভিনেতা লেসলি জর্ডন। এই বছর অস্কার অনুষ্ঠিত হবে ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।

আরও পড়ুন: Oscars 2022: অস্কার মনোনয়নের তালিকায় কি জায়গা পেল 'জয় ভীম'?

রইল মনোনয়নের তালিকা:

শ্রেষ্ঠ ছবি:

বেলফাস্টকোডাডোন্ট লুক আপড্রাইভ মাই কারডিউনকিং রিচার্ডলিকোরাইস পিৎজানাইটমেয়ার অ্যালেদ্য পাওয়ার অফ দ্য় ডগওয়েস্ট সাইড স্টোরি

শ্রেষ্ঠ পরিচালক:

পল থমাস অ্যান্ডারসনকেনেথ ব্রানাঘজেন ক্যাম্পিয়নস্টিভেন স্পিলবার্গরিসুকে হামাগুচি

শ্রেষ্ঠ অভিনেত্রী:

জেসিকা চ্যাস্টেনঅলিভিয়া কলম্যানপেনেলপে ক্রুজনিকোল কিডম্যানক্রিস্টেন স্ট্যুয়ার্ট

শ্রেষ্ঠ অভিনেতা:

জ্যাভিয়ার বার্ডেমবেনেডিক্ট কামবারবাচঅ্যান্ড্রিউ গারফিল্ডউইল স্মিথডেনজেল ওয়াশিংটন

শ্রেষ্ঠ সহ অভিনেত্রী:

জেসে বাকলেআরিয়ানা ডেবোসজুডি ডেঞ্চক্রিস্টেন ডানস্টআনজুয়ান এলিস

শ্রেষ্ঠ সহ অভিনেতা:

কিয়ারান হিন্ডসট্রয় কটসুরজেসে প্লেমোনসজে. কে. সিমনসকোডি স্মিথ-ম্যাকফি

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ফেব্রুয়ারির শীতকালীন অলিম্পিকস এবং লস অ্যাঞ্জেলেসে সুপার বোলের সঙ্গে সংঘর্ষ এড়াতে এই বছরের অস্কার মার্চে নির্ধারিত হয়েছে।