নয়াদিল্লি: প্রায় এক বছর আগের ঘটনা। অস্কার ২০২২-এর মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারেন (Oscars slap) অভিনেতা উইল স্মিথ (Will Smith)। তোলপাড় হয়ে যায় গোটা পৃথিবীর বিনোদন দুনিয়া। আগামী ১২ মার্চ পরবর্তী অস্কার। তার ঠিক আগেই এক বছর আগের সেই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন ক্রিস রক। নেটফ্লিক্স (Netflix) স্পেশাল 'সিলেক্টিভ আউটরেজ'-এ ('Selective Outrage') ক্রিসের লাইভে তিনি কথা বললেন সেই ঘটনা প্রসঙ্গে।


'চড়কাণ্ড' প্রসঙ্গে কী মন্তব্য ক্রিস রকের?


প্রায় এক ঘণ্টা ধরে নানা নতুন বিষয়ে কথা বলার পর, কৌতুকাভিনেতা অবশেষে সেই বিষয়ে আলোকপাত করলেন যা হাজার হাজার শ্রোতা শোনার জন্য অপেক্ষা করছিলেন। তাঁর এবং অস্কার-বিজয়ী উইল স্মিথের মধ্যে মঞ্চের ওপর যা ঘটনা ঘটে তারপরে ভেঙে পড়েছিলেন তিনি, খবর ভ্যারাইটি সূত্রে। 


ক্রিস রকের কথায়, 'আপনারা সকলেই জানেন আমার সঙ্গে কী ঘটেছিল, সিউজ স্মিথ আমাকে চড় মারেন, সকলেই জানেন, প্রত্যেকটা মানুষ জানেন। প্রায় এক বছর আগে চড় খেয়েছিলাম আর মানুষের প্রশ্ন ছিল 'লেগেছিল?' এখনও আঘাত লাগে। কানটা ঝনঝন করছিল।'


প্রেসের চাপ থাকা সত্ত্বেও, রক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যে আপনি তাঁকে কোনও টক শোতে এই ব্যাপারে কোনও কাটাছেঁড়া করতে দেখবেন না। 'আমি ভুক্তভোগী নই, আমাকে কখনও অপেরা বা গেইলে কাঁদতে দেখবেন না। কখনও দেখবেন না। কখনও এমনটা হবে না।'


ওই চড়ে লেগেছিল কিনা, সেই প্রসঙ্গে সরাসরি উত্তর দেন ক্রিস, 'উইল স্মিথ আমার থেকে আকারে বেশ বড়, আমাদের আকার আয়তন সমান নয়। উইল স্মিথকে তাঁর সিনেমায় শার্ট খুলে দেখা যায়। আমাকে কখনও দেখেছেন? কোনও সিনেমায় আমাকে যদি ওপেন হার্ট সার্জারিও করতে হয় তাহলেও আমি সোয়েটার পরেনি। উইল স্মিথ একটা ছবিতে মুহম্মদ আলির চরিত্রে অভিনয় করেছিলেন, কী মনে হয় আপনাদের আমি সেই ছবির জন্য অডিশন পর্যন্ত দিয়েছিলাম? আমি 'নিউ জ্যাক সিটি'তে পুকি হয়েছিলাম। 'পুটি ট্যাং' ছবিতে আমি একটা ভুট্টার দানার চরিত্রে ছিলাম। এমনকী অ্যানিমেটেড ছবিতেও আমি জেব্রা, উনি তিমি।'


আরও পড়ুন: Sourav Das: বিমানে উঠেই বসে পড়লেন মাটিতে, সৌরভ বললেন, 'আমিও পাইলট', ভাইরাল ভিডিও


'ভ্যারাইটি' অনুসারে, কৌতুক অভিনেতা আরও বলেন যে তাঁর শোয়ের নামও চড়কাণ্ড দ্বারাই অনুপ্রাণিত, তাঁর কথায়, 'উইল স্মিথ বেছে বেছে ক্ষোভের অনুশীলন করেন'। 'প্রত্যেকে যাঁরা জানেন, তাঁরা এও জানেন ওই ব্যাপারটার সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আমার কোনও যোগ ছিল না।'


তবে সবশেষে গলার স্বর বদলে ক্রিস রক বলেন, 'আমি উইল স্মিথকে ভালবাসি। দুর্দান্ত ছবি তৈরি করেন তিনি। গোটা জীবন তাঁর সাফল্যের কদর করে এসেছি।'