কলকাতা: ফ্লাইটে উঠে মাটিতেই বসে পড়লেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। তিনি নাকি সিটে বসবেন না, কারণ যে সিট তাঁর জন্য বরাদ্দ রয়েছে, সেটা তাঁর পছন্দ নয়। শেষমেষ মাটিতেই বসে পড়লেন সৌরভ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নায়কের সেই ভিডিও। কিন্তু সত্যিই কী যাত্রাপথে ঝামেলায় পড়েছিলেন সৌরভ?
বিষয়টা নিছকই খুনসুটির। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস (Priti Biswas)। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ খেলতে রায়পুরে গিয়েছিলেন সৌরভ। সঙ্গে গিয়েছিলেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta), রাহুল, জিতু কমল (Jeetu Kamal), বনি ও অন্যান্য তারকারাও। সঙ্গী হয়েছিলেন প্রীতিও। তিনিই শেয়ার করে নিয়েছেন ফ্লাইটের মধ্যে খুনসুটির এই ভিডিও যা এখন ভাইরাল।
সম্প্রতি, এই ম্যাচের অনুশীলন করতে গিয়েই হাতের আঙুলে আঘাত পেয়েছিলেন সৌরভ। হাড়ে চিড় ধরেছিল। সেই চোট সারিয়ে ম্যাচও খেলে ফেলেছেন তিনি। বিমানে সৌরভের মজার সঙ্গী হন বিমানসেবিকারাও। তবে আচমকা সৌরভের মাটিতে বসে পড়ায় বেশ বিব্রতই হয়ে পড়েন তাঁরা। শেষে সিট ছেড়ে উঠে আসেন যীশু। সৌরভের তখন দাবি, তিনিও নাকি পাইলট। প্রসঙ্গত, পর্দায় সৌরভের অভিনীত মন্টু পাইলট চরিত্রটি বেশ জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মজার এই ভিডিও। ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন ভিডিওটা। সৌরভ সবসময়েই মজা করতে ভালবাসেন। হাসিখুশি থাকতে ভালাবাসেন। তাঁর এই ভিডিওটি তেমনই মজার।