Oscars 2022: তিন বছর পর ফের সঞ্চালক ২০২২-এর অস্কারের মঞ্চে, কবে হচ্ছে এবারের অনুষ্ঠান?

Oscars 2022: অস্কার সবসময়েই তারকা উপস্থাপকদের দ্বারা পরিবেশন করা হয়ে থাকে কিন্তু ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোনও এমন সঞ্চালক ছিলেন না। সাম্প্রতিক বছরগুলিতে অস্কারের রেটিং কমেছে।

Continues below advertisement

নয়াদিল্লি: ২০১৮ সালের পর এই প্রথম 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এ (The Academy Awards) সঞ্চালক থাকবে এবং মঙ্গলবার এই সংবাদ সংস্থা জানায় এইবারের অনুষ্ঠান বহুদিন পর সেই চিরপরিচিত ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।

Continues below advertisement

কোভিড ১৯-এর বাড়বাড়ন্তের কারণে অন্যান্য সমস্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। তবে ওয়াল্ট ডিজনির তরফ থেকে জানানো হয়েছে যে 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' বা অস্কার (Oscars) যেমন হওয়ার কথা ছিল তেমনই হবে। অনুষ্ঠানের তারিখ, ২৭ মার্চ, লস অ্যাঞ্জেলেসে (March 27 in Los Angeles)।

এই বছরের অনুষ্ঠানে একজন সঞ্চালক থাকবেন, এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্রেগ এরউইচ একটি টেলিভিশন ক্রিটিক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে (ABC Entertainment President Craig Erwich) এমনই বলেন। তবে আর কোনও বিস্তারিত তথ্য না দিয়ে মজার ছলে তিনি বলেন, 'সঞ্চালক আমিও হতে পারি'।

আরও পড়ুন: Lata Mangeshkar health Update: করোনার সঙ্গে রয়েছে নিউমোনিয়া, আরও ১০-১২ দিন হাতপাতালে থাকতে হবে লতা মঙ্গেশকরকে

অস্কার সবসময়েই তারকা উপস্থাপকদের দ্বারা পরিবেশন করা হয়ে থাকে কিন্তু ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোনও এমন সঞ্চালক ছিলেন না। সাম্প্রতিক বছরগুলিতে অস্কারের রেটিং কমেছে, ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দর্শকসংখ্যা রেকর্ড কমে ১০.৪ মিলিয়ন পর্যন্ত। অন্যান্য অ্যাওয়ার্ড শো-গুলির দর্শক সংখ্যাও হ্রাস পেয়েছে।

এরই মধ্যে ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ডের (Tom Holland) অনুরাগীরা পরামর্শ দিয়েছেন যে এই বছরের অস্কার সঞ্চালনা করা উচিত তাঁরই। কারণ অবশ্যই 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এর সাফল্য (Spider-Man: No Way Home)। সঙ্গে তাঁরা চান থাকুন সহ-অভিনেতা জেন্দায়া।

টম হল্যান্ড এক সাক্ষাৎকারে জানান, তিনি সঞ্চালনা করতে বেশ পছন্দই করবেন। 'যদি তাঁরা আমাকে বলেন, আমি করব, বেশ মজা হবে।'

এবিসি এক বিবৃতিতে জানিয়েছে যে আবার হলিউডের ডলবি থিয়েটারে ২০২২ সালের অস্কার অনুষ্ঠিত হবে।

গত বছর, লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রে ঐতিহাসিক ইউনিয়ন স্টেশন ট্রেন স্টেশনে অনুষ্ঠান স্থানান্তরিত হয়েছিল যেখানে কোভিডের কথা মাথায় রেখে অল্প সংখ্যক অতিথি নিয়ে অনুষ্ঠান হয়। এবছরের অস্কার মনোনয়ন জানানো হবে ৮ ফেব্রুয়ারি।

Continues below advertisement
Sponsored Links by Taboola