কলকাতা : আজ স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিন।  আজ সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে পালন করা হয় বিশেষ অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতরে ভক্তদের প্রবেশ নিষেধ। তাঁদের জন্য বাইরেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে ।  স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে যাওয়ার কথা  বিজেপি ও তৃণমূল নেতাদের।  সূত্রের খবর আজ স্বামীজীর জন্মভিটেতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর, এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।  এই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন  এই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। সকালেই ট্যুইটারে যুগনায়কের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ' আমি মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তাঁর জীবন ছিল জাতি গঠনের জন্য নিবেদিত। তিনি তরুণদের দেশ গঠনের কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসাথে কাজ করে যাই।' 







শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। তিনি ট্যুইটে লিখেছেন, 






 


কলকাতায় বিজেপির সদর দফতরেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে।  বিবেক বাহিনীর উদ্বোধনে থাকবেন অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য সহ বিজেপির অন্য নেতা নেত্রীরা।