নয়াদিল্লি: করোনা আবহে সকলেই ঘরবন্দি। সংক্রমণ রুখতে এখন ঘরে থাকাই প্রয়োজনীয়। অতিমারীর শুরু থেকে বন্ধ সিনেমা হল। মাঝে সীমিত সংখ্যক দর্শকাসন নিয়ে খুললেও বিশেষ কেউ হলমুখী হচ্ছেন না। কিন্তু তাই বলে কি কেউ সিনেমা, সিরিজ দেখছেন না? এই সুযোগে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। এখন ছবি মুক্তি পাচ্ছে ডিজিট্যালিও।
আসুন, তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে অর্থাৎ ৮ অগাস্ট থেকে ১৪ অগাস্ট পর্যন্ত কোন ডিজিট্যাল প্ল্যাটফর্মে কী কী সিনেমা, শো এবং সিরিজ মুক্তি পেতে চলেছে।
- ওয়েব সিরিজ
১. হোয়াট ইফ...? (What If...?)
এই ওয়েব সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট। অভিনয়ে জেফ্রি রাইট, পরিচালনায় ব্রায়ান অ্যানড্রুজ। 'লোকি' শেষ সিজনে মাল্টিভার্স সৃষ্টির পরবর্তীকাল নিয়ে তৈরি এই সিরিজটি। মাল্টিভার্সে বিভিন্ন সময়ের কথা বলবে এই সিরিজ, সঙ্গে অবশ্যই দেখা যাবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ছবির বিশেষ কিছু মুহূর্ত।
২. দ্য ব্রুকলিন নাইন-নাইন (The Brooklyn Nine-Nine)
এটি বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় একটি সিরিজ। এর পরবর্তী সিজন মুক্তি পাচ্ছে আগামী ১২ অগাস্ট। অ্যান্ডি স্যামবার্গ, আন্দ্রে ব্রাওর, স্টেফনি বিয়াত্রিজ অভিনীত এবং ড্যান গুর ও মাইকেল শুর পরিচালিত এই সিরিজটি সাধারণ মানুষ বেশ পছন্দ করেন। নতুন সিজনে দেখা যাবে সদ্য অভিভাবক হওয়া দুই গোয়েন্দা কীভাবে কাজ এবং সন্তানদের একসঙ্গে সামলাচ্ছে।
৩. ইভানগেলিয়ন: ৩.০+১.০১ থ্রাইস আপন এ টাইম (EVANGELION:3.0+1.01 THRICE UPON A TIME)
১৩ অগাস্ট অ্যামাজন প্রাইম ভিডিওসে মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজটি। হিডিয়্যাকি আনো পরিচালিত জাপানি অ্যানিমেটেড সায়েন্স ফিকশনের চতুর্থ এবং সর্বশেষ চ্যাপ্টার এটি।
৪. মডার্ন লভ - সিজন ২ (Modern Love - Season 2)
১৩ অগাস্ট অ্যামাজন প্রাইম ভিডিওসে মুক্তি পাচ্ছে আরও একটি জনপ্রিয় সিরিজ। নাম মডার্ন লভ। জন কার্নির পরিচালনা এবং অভিনয়ে আছেন অ্যান হ্যাথওয়ে, দেব পটেল, টিনা ফে প্রমুখ। আটটি অংশের সিরিজটি নিউ ইয়র্ক টাইমসের একই নামের একটি কলাম থেকে অনুপ্রাণিত। প্রথম সিজন মানুষের মনে বেশ সাড়া ফেলেছিল। দ্বিতীয় সিজনে আটটি নতুন স্বতন্ত্র গল্প পাওয়া যাবে।
- ছবি
১. গুফি 'স্টে অ্যাট হোম' শর্টস (Goofy "Stay at Home" Shorts)
ছবিটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে, মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট। ছবির পরিচালনায় এরিক গোল্ডবার্গ। এটি আদতে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওজ প্রযোজিত চারটি ছোট গল্পের সমাহার। সেই চারটি ছোট ছবির নাম হল, হাউ টু ওয়্যার এ মাস্ক, হাউ টু কুক, হাউ টু বিঞ্জ ওয়াচ, এবং লং প্লে।
২. শেরশাহ (Shershaah)
বহু প্রতীক্ষিত হিন্দি ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওসে, ১২ অগাস্ট। বিষ্ণুবর্ধন পরিচালিত ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীকে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের অন্যতম প্রধান সৈনিক, পরমবীর চক্র প্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপর তৈরি হয়েছে ছবিটি।
৩. ভূজ (Bhuj)
ডিজনি প্লাস হটস্টারের আরও এক সংযোজন। ১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে অভিষেক দুধাইয়া পরিচালিত ছবিটি। অভিনয়ে দেখা যাবে অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, সোনাক্ষি সিংহ, নোরা ফতেহিকে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের উপর তৈরি ছবিটি। যে সময়ে ভূজের IAF এয়ারস্ট্রিপটি ধ্বংস করে দেওয়া হয়। সেই সময় গুজরাতের ৩০০ জন স্থানীয় মহিলা IAF স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের নেতৃত্বে দিনরাত এক করে পুনরায় এয়ারবেসটি তৈরি করেছিলেন।