টোকিও: টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছে ভারত। ১টি সোনা, ২টো রুপো ও ৪টি ব্রোঞ্জ ঝুলিতে পুরেছে ভারতীয় অ্যাথলিটরা। নিজেদের শেষ দিনের পারফরম্যান্সের পর সেলিব্রেশন করলেন ভারতীয় অ্যাথলিটরা। কেক কেটে এই মুহূর্ত উদযাপন করলেন তাঁরা। গেমস ভিলেজেই কেক কাটলেন নীরজ চোপড়া, মনপ্রীত সিংহ, রানি রামপালদের। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ভারতীয় অ্যাথলিটরাও।






শনিবারই নিজেদের শেষ দিনের ইভেন্টে সোনা জিতেছেন নীরজ চোপড়া। জ্যাভলিনের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব জ্যাভলিন ছুড়ে প্রথম স্থানে থেকে শেষ করেছিলেন নীরজ। স্বাধীনতার পর প্রথমবার অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতল ভারত। শনিবার ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। তবে তাতে নীরজের সোনা জিততে কোনও সমস্যা হয়নি। ২০০৮ সালে শেষবার অলিম্পিক্সের মঞ্চে অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন শ্যুটিংয়ে। ১৩ বছর পর ফের এল সোনা। 


পুরুষদের হকিতে ভারতীয় দল ব্রোঞ্জ জিতেছে। এদিন নীরজের সঙ্গে কেক কাটতে দেখা গেল হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহকেও। ভারতীয় মহিলা হকি দল এবার দুর্দান্ত পারফর্ম করেছে গোটা অলিম্পিক্সে। কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া করতে হয়েছে তাঁদের। তবে এদিন তাঁরাও ছিলেন গেমস ভিলেজে এই সাফল্য উদযাপনের মুহূর্তে। বাকি ভারতীয় অ্যাথলিটরা যারা যারা এখনও টোকিওতে রয়েছেন, তাঁরাও কেক কেটেছেন। 


রিও অলিম্পিক্সে মাত্র ২ টো পদক এসেছিল ভারতের ঝুলিতে। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন। ক্য়ারোলিনা মারিনের বিরুদ্ধে ফাইনালে হেরে যেতে হয় তাঁকে। অন্য়দিকে সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন।