নয়াদিল্লি: প্রত্যেক সপ্তাহই নিয়ে আসে একগুচ্ছ নতুন নতুন কাজ। দেশে বিদেশে মুক্তি পায় একগুচ্ছ সিনেমা (New movies)। প্রেক্ষাগৃহে বদলাতে থাকে পোস্টার-হোর্ডিং। তৈরি হয় উন্মাদনা। ফের নতুন সপ্তাহে নতুন ছবির আগমন। একইভাবে ওটিটি প্ল্যাটফর্মও (OTT Releases) কোনও অংশে পিছপা হয় না সাধারণ মানুষের মনোরঞ্জন করতে। এই সপ্তাহেও একগুচ্ছ ছবি ও সিরিজ মুক্তি পেয়েছে বা পাবে। কী কী রয়েছে সেই তালিকায়? দেখে নেওয়া যাক।
'ফররে' (Farrey) - অরফ্যান নিয়তি, এক ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ছাত্র, স্কুলে মর্যাদাপূর্ণ এক স্কলারশিপ নিয়ে ভর্তি হয়। কিন্তু সে হঠাৎই ফেঁসে যায় এক চিটিং চক্রে। কিছু বড়লোক বন্ধুদের পাল্লায় পড়ে এই চক্রে জড়িয়ে পড়ে সে। তারপর? সেই গল্পই বলবে 'ফররে'। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন সলমন খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। ২৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
'স্ক্যুইড গেম ২' (Squid Game 2) - বহু জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। লিথাল কিডসদের গেমে আরও একগুচ্ছ গরিব কোরিয়ান ফাঁদে পড়তে চলেছে।
'লিও' (Leo) - থলপতি বিজয় অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্টোবর মাসে। তবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাবে ২৪ নভেম্বর। এক কফিশপের মালিককে তাঁর নিজের পরিবারকে সন্দেহভাজন ড্রাগ ডিলারের থেকে বাঁচাতে হবে যার ধারণা এই ব্যক্তি বড় এক কুখ্যাত গ্যাংস্টার।
'স্টারফিস' (Starfish) - সমুদ্রপৃষ্ঠের ওপরের একমাত্র শান্ত সৌন্দর্য্য স্টারফিস, তা মাথায় রেখেই এক রোমাঞ্চকর কাহিনি। এর অন্দরে যে ঝড় তুফান ওঠে তাকে কেন্দ্র করে গল্প বলে। ছবিতে অভিনয় করেছেন মিলিন্দ সোমন। ২৪ নভেম্বর মুক্তি পাবে।
আরও পড়ুন: New Serial Update: ছোটপর্দায় এবার রাজদীপ-সোহিনী জুটি, আসছে 'দ্বিতীয় বসন্ত'
'দ্য আম আদমি ফ্যামিলি' সিজন ৪ (The Aam Aadmi Family Season 4) - ২৪ নভেম্বর জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজ। শর্মা পরিবারের প্রত্যেকদিনের রোজনামচাকে ঘিরে তৈরি হয়েছে এই সিরিজ। হিমালি শাহের পরিচালনায় এই মজার সিরিজে দেখা যায় ব্রিজেন্দ্র কালা, লুবনা সেলিম, গুঞ্জন মলহোত্র, চন্দন আনন্দ প্রমুখকে।
'দ্য ভিলেজ' (The Village) - ২৪ নভেম্বরই অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে। তামিল হরর ঘরানার সিরিজ এটি। এক আজব গ্রামে এক ব্যক্তির আটকে পড়ার গল্প বলে এই সিরিজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।