Smartphones: স্মার্টফোন কেনার সময় সাধারণত ক্রেতারা ফোনের ক্যামেরা ফিচার্স (Camera Features) এবং ব্যাটারির (Battery Features) দিকেই বেশি নজর দেন। এছাড়াও প্রসেসর, ডিসপ্লে, আনুষঙ্গিক ফিচার তো রয়েইছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে স্মার্টফোন (Smartphones) কেনার সময় সবার আগে ব্যাটারির দিকেই নজর দেওয়া উচিত। কারণ আজকাল আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই ফোনের ব্যবহার হয়। কর্মক্ষেত্রের কাজেরও একটা বড় অংশ ফোনের মাধ্যমে করি আমরা। তাই রাস্তাঘাটে ফোন নিয়ে বেরোলে সেখানে বেশিক্ষণ চার্জ থাকাটা দরকার। আর তাই ব্যাটারি ব্যাকআপের দিকে নজর দেওয়া প্রয়োজন। ভারতে এখন ৬০০০ এমএএইচ ব্যাটারির অনেক ফোন পাওয়া যায়। একাধিক সংস্থা এই শক্তিশালী ব্যাটারি সমেত ফোন লঞ্চ করেছে। চলুন একনজরে দেখে নেওয়া ৬০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত কোন কোন ফোন আপনি কিনতে পারবেন।


স্যামসাং গ্যালাক্সি এফ১৫


এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos ১৩৮০ প্রসেসর। তার সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


মোটোরোলা জি৫৪


এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। মোটোরোলা জি৫৪ ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কোয়াড পিক্সেল টেকনোলজির ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। মোটো জি৫৪ ফোনে ৬.৫৫ ইঞ্চির IPS LCD oPLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 


পোকো এম৩


এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। পোকো এম৩ ফোনে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। তার উপরে রয়েছে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। 


রিয়েলমি সি১২


এই ফোনে ৬০০০ এমএএইচের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে যা অনেকক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৫৩ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২টো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। 


শাওমি রেডমি ১০ পাওয়ার


এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে এই ফোন ২ দিন চলবে বলে দাবি করেছে সংস্থা। এই ফোনে একটি ৬এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১১ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো এক্স৬ নিও, মিল থাকতে পারে রেডমির কোন ফোনের সঙ্গে?