মুম্বই: এই বছর দর্শকেরা যে সমস্ত ছবিগুলির জন্য অপেক্ষা করে রয়েছেন, তাঁর মধ্যে অন্যতম হল 'পাঠান' (Pathhan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। আর এই ছবি মুক্তির আগে ক্যামেরার পিছনের ছোট ছোট অজানা গল্প ভাগ করে নিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।                                                                                                                                                                 


আজ সিদ্ধার্থকে 'পাঠান' সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। বেশিরভাগ প্রশ্নই ছিল এই ছবির অ্যাকশান সিকোয়েন্স নিয়ে। সিদ্ধার্থ জানান, এই ছবিতে ভরপুর অ্যাকশন দৃশ্য রয়েছে। আর এই ছবির জন্য জাপানি লড়াই পদ্ধতি জুজুৎসু শিখতে হয়েছিল শাহরুখ খান ও দীপিকাকে। এই ছবিতে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন দীপিকা। শাহরুখ ও জনের অ্যাকশনের ঝলক ইতিমধ্যেই দেখা গিয়েছে ট্রেলারে।                                                                                                                                 


আরও পড়ুন: Urfi Javed: সমকামিতা নিয়ে সদ্‌গুরুর মন্তব্যের তীব্র বিরোধিতা উরফি জাভেদের


কেবল অ্যাকশন নয়, 'পাঠান'-এ শাহরুখের লুকেও ছিল চমক। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে নতুন হেয়ার স্টাইলে। পরিচালক জানান, এই ছবির জন্য ৩ মাস চুল কাটেননি শাহরুখ। সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রিয় অ্যাকশান সিকোয়েন্স কোনটি? তিনি জানান, ট্রেনের দৃশ্যটি তাঁর সবচেয়ে প্রিয়।