অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তা ক্যাটরিনা
ABP Ananda, Web Desk | 14 Jan 2017 02:46 PM (IST)
মুম্বই: মার্চে একটি অনুষ্ঠানের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যাবলয় কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাল ক্যাটরিনা কাইফকে। ওই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে থাকবেন এই বলিউড অভিনেত্রী। অনুষ্ঠানটির নাম হিলারি ২০১৭ স্টার্স অফ স্পোর্টস, মিডিয়া অ্যান্ড কালচার। আরও কয়েকটি ক্ষেত্রের বিশেষ কয়েকজন ব্যক্তিত্বের পাশাপাশি ক্যাটরিনার নামও বক্তা হিসেবে ঘোষিত হয়েছে। তিনি ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা দেবেন হলিউড অভিনেতা রবিন রাইট, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজেতা জেরেমি আয়রনস ও অ্যানালাইন ম্যাকর্ড। এর আগে শাহরুখ খানকেও বক্তৃতার জন্য আমন্ত্রণ জানায় অক্সফোর্ড।