মুম্বই: ‘সর্বজিৎ’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের অভিনয় দেখে আপ্লুত ‘পা’, অর্থাৎ শ্বশুর অমিতাভ বচ্চন। আর তার জন্য অভিনেত্রী যারপরনাই খুশি।
ট্যুইটারে ভক্তদের প্রশ্নোত্তর পর্বে ঐশ্বর্য জানিয়েছেন, পা আমাকে জড়িয়ে ধরে বলেছেন, খুব ভাল কাজ করেছ। এটা আমার কাছে ভীষণ দামী। আমার নিজের বাবা-মা, ভাই সকলে কেঁদে ফেলেছেন। তাঁদের নিঃস্তব্ধতাই অনেক উত্তর দিয়েছে।
আরেক ভক্ত প্রশ্ন করেন, অভিনয় না মাতৃত্ব—তাঁর কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? জবাবে অভিনেত্রী বলেন, যখন যেটাকে গুরুত্ব দেওয়া উচিত, তখন সেটা করি। তবে, মায়ের দায়িত্ব সবসময়ই গুরুত্বের শিখরে থাকে।
শুধু ভক্তরাই নন, ঐশ্বর্যকে ট্যুইটারে প্রশ্ন করেছেন তাঁর স্বামী অভিষেক বচ্চনও! তাঁর প্রশ্ন ছিল, এত আবেগপ্রবণ ছবিতে অভিনয় করার পর যখন বাড়ি ফিরতে, তখন কী করে এত হাসিখুশি থাকতে? জবাবে ঐশ্বর্য লিখেছেন, এর জন্য মেয়ে আরাধ্যার পুরো কৃতিত্ব প্রাপ্য। অভিনেত্রীর মতে, রিল ও রিয়েল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রাখতে তাঁকে সাহায্য করেছে ছোট্ট আরাধ্যা।
পাক জেলে বন্দি ভারতীয় সর্বজিৎ সিংহের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘সর্বজিৎ’ ছবিটি। সেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্য। ছবিতে অভিনয় করেছেন রনদীপ সিংহ হুডা, রিচা চড্ডা। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে।
‘সর্বজিৎ’ ছবিতে তাঁর অভিনয় পছন্দ হয়েছে অমিতাভের, জানালেন ঐশ্বর্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2016 12:01 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -