মুম্বই: অমরেন্দ্র বাহুবলীর সামনে ফিকে হয়ে গেলেন আলাউদ্দিন খিলজি। বাহুবলী ২-র সবকটি ভার্সন প্রথম দিনে রোজগার করেছিল ১২৫ কোটি টাকা! শুধু হিন্দি থেকেই এসেছিল ৪১ কোটি। আশা করা হয়েছিল, পদ্মাবত সেই রেকর্ড ভাঙবে। কিন্তু দেখা গেল, প্রথম দিনে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের ছবির রোজগার ১৮-১৯ কোটি টাকার বেশি নয়।

পদ্মাবতকে ঘিরে বিতর্ক হয়েছে মারাত্মক। তা চলছে এখনও। বেশ কয়েকটি রাজ্যের মাল্টিপ্লেক্সে ছবিটি দেখানো হচ্ছে না। মনে করা হয়েছিল, এই সবই ছবি সম্পর্কে কৌতূহল বাড়াবে। কিন্তু দেখা যাচ্ছে, ছবিটি ভাল চললেও বাহুবলী ২-র ধারেকাছে যেতে পারেনি।

এমনকী যদি রাজস্থান, গুজরাত, মধ্য প্রদেশ ও হরিয়ানায় ছবিটি ভালভাবে চলতে দেওয়াও হত, তাহলেও তা প্রথম দিন ২৫ কোটির বেশি রোজগার করতে পারত না, যা বাহুবলীর কাছে কিছুই নয়।

তবে পদ্মাবত নির্মাতাদের আশা, তাঁদের এই ছবি শিগগিরই ঢুকে যাবে ১০০ কোটির ক্লাবে।