মুম্বই: সঞ্জয় লীলা বনশালি নির্দেশিত পদ্মাবত-এর চিত্রনাট্যকে কেন্দ্র করে বহু বিতর্ক, বিক্ষোভ প্রদর্শন হয়েছে, হচ্ছে। কিন্তু এত গণ্ডগোলের মধ্যেও অবশেষে পর্দায় মুক্তি পেয়েছে পদ্মাবত। তারপর থেকেই সকলের জানার আগ্রহ পদ্মাবত কেমন হয়েছে? সত্যিই কি ছবিতে রানি পদ্মিনীর সঙ্গে সম্রাট আলাউদ্দীন খিলজির কোনও স্বপ্নের গানের দৃশ্য রয়েছে। ছবিতে রাজপুতদেরই বা কীভাবে দেখানো হয়েছে? ইতিহাস মেনে খিলজির সামনে রাজপুতরা হেরে গেলেও, চিত্তৌরের রাজা রাজপুতদের মতো লড়েই মৃত্যু বরণ করেছেন।কিন্তু সেটা কীভাবে দেখানো হয়েছে, এই সব নিয়েই ছিল চূড়ান্ত জল্পনা, আর তার জেরেই বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন।ছবিতে চিত্তৌরের মহারানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, মহারাওয়াল রতন সিংহের চরিত্রে শাহিদ কপূর এবং নেগেটিভ চরিত্র সুলতান আল্লাউদ্দীন খিলজির চরিত্রে দেখা গিয়েছে রণবীর সিংহকে।
একজন নায়ক হয়ে, এভাবে অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করা উচিত নয় বলে অনেকেই রণবীরকে পরামর্শ দেন। তবে সেসব কোনও কথাতেই কান না দিয়ে তিনি একেবারেই সঠিক কাজ করেছেন, সেকথা ছবি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে। সকলের অভিনয় ছাপিয়ে গিয়েছেন রণবীর। ছবিতে কোনও একটা সময় মনে হয়নি রণবীরকে দেখছে দর্শক, যেন ইতিহাস থেকে জীবন্ত হয়ে সামনে এসেছেন সম্রাট আলাউদ্দীন খিলজি।
রণবীরের কথায়, তিনি খিলজির চরিত্রে অভিনয়ের মাধ্যমে কার্যত একটা খেলা খেলেছিলেন। আর সেই খেলা হৃদয় দিয়ে গ্রহণ করেছে দর্শকরা। সেইজন্যে দর্শকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি রণবীর। সমালোচকদের কথায়, বলিউডকে অন্যতম সেরা ভিলেন উপহার দিয়েছেন রণবীর। তবে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা দুবছর ধরে পরিশ্রম করেছেন রণবীর এবং পরিচালক বনশালি। এই চরিত্র সফল হওয়ায় তিনি খুশি। কারণ পরবর্তীকালে তিনি আরও রিস্ক নিতে প্রস্তুত, মন্তব্য রণবীরের।
খিলজির চরিত্রে অভিনয় কঠিন ছিল, অনেকেই বারণ করেন, দুবছরের পরিশ্রম,ভক্তরা গ্রহণ করেছে:রণবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2018 01:53 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -