মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবত'-এর সঙ্গে সংঘাত এড়াতে তাঁর বহুপ্রতিক্ষিত 'প্যাডম্যান' সিনেমার মুক্তি পিছিয়ে দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার।
আর বল্কি পরিচালিত 'প্যাডমান' সিনেমার মুক্তির কথা ছিল ২৫ জানুয়ারি। কিন্তু সেই মুক্তির দিন পিছিয়ে করা হয়েছে ৯ ফেব্রুয়ারি।
'পদ্মাবত' সিনেমা নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করে বেশ কয়েকটি রাজপুত সংগঠন। প্রথমে ১ ডিসেম্বর সিনেমার মুক্তির দিন ধার্য হয়েছিল। বিরোধিতার জেরে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। সিনেমার আগেকার নাম সহ বেশ কয়েকটি পরিবর্তন করার পর কেন্দ্রীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। এরপর 'পদ্মাবত'-এর নির্মাতারা সিনেমার মুক্তির দিন ঘোষণা করেন।
'পদ্মাবত'-এর সঙ্গে সংঘাত এড়াতেই প্যাডম্যানের মুক্তি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি করা হল বলে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট কোমল নাহাতা।
তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচলম মুরুগানানথমের জীবন অবলম্বনে তৈরি হয়েছে 'প্যাডম্যান'। গ্রামীণ ভারতের জন্য স্বল্পমূল্যের স্যানিটারি প্যাড তৈরি করে সাড়া ফেলে দেন অরুণাচলম।
'পদ্মাবতে'র সঙ্গে সংঘাত এড়াতে 'প্যাডম্যানে'র মুক্তি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 08:03 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -