নয়াদিল্লি: দ্বন্দ্ব কাটিয়ে প্রতিবারই বরফ গলার ইঙ্গিত মিলেছে। আর প্রতিবারই তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে নাশকতা। ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ফের দেওয়াল হয়ে দাঁড়াল কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলা। নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে দুই দেশের মধ্যে। সেই পরিস্থিতিতে পহেলগাঁও হামলার তীব্র নিন্দায় সরব হলেন পাকিস্তানের তাবড় তারকারা। (Kashmir Terror Attack)

মঙ্গলবার পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে জঙ্গিরা। জঙ্গিদের পাকিস্তান সংযোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন The Resistance Front-এর সদস্য জঙ্গিরা। সেই নিয়ে গোটা ভারত যখন ফুঁসছে, পাকিস্তানি তারকারাও একে একে মুখ খুলতে শুরু করেছেন। ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হুসেন, ফারহান সইদরা হামলার তীব্র নিন্দা করেছেন। (Pahalgam Terror Attack)

একসময় বলিউডের হার্টথ্রব হয়ে উঠেছিলেন ফাওয়াদ। একের পর এক বড় ছবিতে দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু উরি হামলার পর সব গুটিয়ে পাকিস্তান ফেরত যেতে হয় তাঁকে। ঘটনাচক্রে এবার তাঁর ছবি 'আবির গুলাল' যখন মুক্তি পেতে চলেছে, তার আগে ফের ভারতে নাশকতা চালাল জঙ্গিরা, আর তার সঙ্গে ফের পাকিস্তান সংযোগ উঠে এল। ফলে ফাওয়াদের ছবি নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে।

সেই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ফাওয়াদ। তিনি লিখেছেন, ‘পহেলগাঁওয়ে নৃশংস হামলার খবরে বেদনাগ্রস্ত। এই ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওঁদের পরিবারকে শক্তি দিন। এই কঠিন সময় পেরিয়ে ওঁরা সেরে উঠুন’।

‘মেরে হমসফর’, ‘মুঝে প্যায়ার হুয়া থা’ খ্যাত হানিয়া আমির সরাসরি পহেলগাঁওয়ের নাম উল্লেখ না করলেও, নাশকতার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। হানিয়া লিখেছেন, ‘বিপর্যয় যেখানেই ঘটুক না কেন, তা মানবতার বিপর্যয়। সাম্প্রতিক ঘটনার প্রভাব যে নিরীহদের উপর পড়েছে, আমি তাঁদের জন্য ব্যথিত। যন্ত্রণা, শোক এবং আশা—আমাদের সকলের অনুভূতিই এক। কোনও নিরীহর প্রাণ গেলে, তা কারও একার যন্ত্রণা নয়, আমাদের সকলের যন্ত্রণা। আমরা কোথায় থাকি, তা এখানে গুরুত্বপূর্ণ নয়। শোকের ভাষা একই। আমরা যেন সর্বদা মানবিকতাকেই বেছে নিই’।

হিন্দি ছবি ‘সনম তেরে কসম’-এর দৌলতে ঘরে ঘরে পরিচিতি মাওরা হুসেনের। তিনি লিখেছেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই। একজনের বিরুদ্ধেও যদি সন্ত্রাস সংঘটিত হয়, তা প্রত্যেকের বিরুদ্ধে সংঘটিত হওয়ার সমান। এ কী চলছে পৃথিবীতে’।

একসময় যাঁর গান মুখে মুখে ফিরত, এখন যিনি টেলিভিশনের হার্টথ্রব, সেই ফারহান সইদও হামলার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ‘পহেলগাঁও হামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের পরিবারকে গভীর সমবেদনা জানাই’। 

‘বেজুবান’, ‘ম্যায়ঁ খোয়াব বুনতি হুঁ’ খ্য়াত উসামা খান লেখেন, ‘পহেলগাঁওয়ে হামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের পরিবার এবং প্রিয়জনকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমাদের শক্তি দিন। যেখানেই ঘটুক না কেন, পাকিস্তান হোক ভারত বা অন্য কোথাও, সন্ত্রাস অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের’।