করোনা রুখতে কী করবেন, কী করবেন না, তা বলেছেন তিনি গানের মধ্যে দিয়ে। সেই গানটি আসলে শাহরুখ খান অভিনীত চলতে চলতে ছবির একটি গানের প্যারোডি। কীভাবে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, কীভাবে এড়াতে হবে ছোঁয়া, তা তিনি গেয়ে শুনিয়েছেন।
পাকিস্তানে বলিউডি ছবির জনপ্রিয়তা যথেষ্ট। তার উপর শাহরুখের ছবির ‘শুনোনা শুনোনা’ গানটি একসময় খুবই হিট করে। সেই সুরেই ডেপুটি কমিশনারের সাবধানবাণী নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কুড়িয়ে নিয়ে প্রচুর লাইক আর কমেন্ট!