আসলে সপ্তাহব্যাপী একটি অ্যাডভেঞ্চারে পা বাড়িয়েছেন সিনেমার প্রধান অভিনেত্রী সাহের।ওই যাত্রায় তাঁর পথনির্দেশক প্রধান অভিনেতা করণ। ওই যাত্রা পথে সাহেরকে র্যাপেলিং, ঠাণ্ডা জলের নদী পার সহ অন্যান্য কষ্টসাধ্য জিনিস করতে দেখা যাচ্ছে।
ট্রেলারে করণ ও সাহেরকে খুনসুটিতে মেতে থাকতে দেখা গিয়েছে। সাহের করণকে অপেশাদার মনে করেন। সেখানে করণের মনে হচ্ছে, সাহেরের অহংবোধ খুব বেশি। এই যাত্রার পর এই বোধ বদলে যাবে বলে আশা করছেন করণ।
যাত্রার শেষে একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়। পরের দৃশ্যেই নিজের মনের কথা সাহেরকে বলতে শোনা যায় করণকে।
কিন্তু এরপরই ক্লাইম্যাক্স। দেখা যায়, পুলিশ নিয়ে যাচ্ছে করণকে।
পরিচালক হিসেবে সানি দেওলের এটি তৃতীয় সিনেমা। এর আগে ‘দিল্লাগি’ ও ‘ঘায়েল ওয়ান্স এগেন ২’ পরিচালনা করেছেন ধর্মেন্দ্রর ছেলে।
আসন্ন সিনেমায় অভিনয়ের আগে করণ ‘ইয়মলা পাগলা দিওয়ানা ২’ সিনেমায় পরিচালক সঙ্গীত শিবনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এই সিনেমায় সানি, ববি দেওল, ধর্মেন্দ্র অভিনয় করেছেন।
১৯৭৩-এর ধর্মেন্দ্র হিট সিনেমা ‘ব্ল্যাকমেল’-এর জনপ্রিয় গান থেকে ‘পল পল দিল কে পাস’ সিনেমার নামকরণ করা হয়েছে।
দেখুন ট্রেলার