সুযোগ পেয়েও ব্যর্থ রাহুল, টেস্টে ওপেনার হিসেবে নেওয়া হোক রোহিতকে, মত সৌরভের
Web Desk, ABP Ananda | 05 Sep 2019 03:33 PM (IST)
এর আগেও টেস্টে ওপেনার হিসেবে রোহিতকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ।
নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচের পাশাপাশি টেস্টেও রোহিত শর্মাকে ওপেনার হিসেবে দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ সফরে অজিঙ্কা রাহানে ও হনুমা বিহারীর দুর্দান্ত পারফরম্যান্সের পর মিডল অর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার জায়গা নেই। একমাত্র ওপেনিংয়েই বদল আনা যেতে পারে। সেক্ষেত্রে বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হওয়া লোকেশ রাহুলের বদলে রোহিতকে দলে নেওয়া যেতে পারে। এর আগেও টেস্টে ওপেনার হিসেবে রোহিতকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ। তিনি ফের বলেছেন, এরকম একজন ভাল খেলোয়াড়কে বসিয়ে রাখা উচিত নয়। ময়ঙ্ক অগ্রবালকে আরও সুযোগ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করলেও, রাহুলকে আর সুযোগ দেওয়ার পক্ষপাতী নন সৌরভ।