লখনউ: মাত্র ১৮০ টাকার বিল নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেস্তোরাঁ মালিক, তাঁর ছেলে ও দুই কর্মীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। অভিযুক্ত রেস্তোরাঁ মালিক গুরমাইল সিংহ ও তাঁর ছেলে সুরেন্দ্র সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্ত পলাতক।

পুলিশ সুপার রামবদন সিংহ জানিয়েছেন, গতকাল সন্ধেয় সর্দার ধাবা নামে ওই রেস্তোরাঁয় খেতে যান সুরজ সিংহ ও বিশাল দুবে নামে দুই যুবক। ১৮০ টাকার বিল নিয়ে তাঁদের সঙ্গে বচসা শুরু হয় গুরমাইলদের। এরপরেই ওই রেস্তোরাঁর মালিক ও কর্মীরা মিলে সুরজ ও বিশালকে লাঠি, রড দিয়ে মারতে শুরু করেন। বিশাল কোনওরকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, সুরজ পালাতে পারেননি। মারাত্মক আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।