লখনউ: মাত্র ১৮০ টাকার বিল নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেস্তোরাঁ মালিক, তাঁর ছেলে ও দুই কর্মীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। অভিযুক্ত রেস্তোরাঁ মালিক গুরমাইল সিংহ ও তাঁর ছেলে সুরেন্দ্র সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্ত পলাতক।
পুলিশ সুপার রামবদন সিংহ জানিয়েছেন, গতকাল সন্ধেয় সর্দার ধাবা নামে ওই রেস্তোরাঁয় খেতে যান সুরজ সিংহ ও বিশাল দুবে নামে দুই যুবক। ১৮০ টাকার বিল নিয়ে তাঁদের সঙ্গে বচসা শুরু হয় গুরমাইলদের। এরপরেই ওই রেস্তোরাঁর মালিক ও কর্মীরা মিলে সুরজ ও বিশালকে লাঠি, রড দিয়ে মারতে শুরু করেন। বিশাল কোনওরকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, সুরজ পালাতে পারেননি। মারাত্মক আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।
১৮০ টাকার বিল নিয়ে বচসা, উত্তরপ্রদেশে রেস্তোরাঁয় এক যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2019 04:04 PM (IST)
অভিযুক্ত রেস্তোরাঁ মালিক গুরমাইল সিংহ ও তাঁর ছেলে সুরেন্দ্র সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্ত পলাতক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -