কলকাতা: স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-র বাবার অসুস্থতা নয়, পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) সঙ্গে ক্রিকেটারের বিয়ে ভাঙার আসল কারণ কী বিশ্বাসভঙ্গ? সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে পলাশ মুচ্ছলের সঙ্গে এক মহিলার বেশ কিছু চ্যাটের স্ক্রিনশট। কে তিনি? জানা যাচ্ছে, এই মহিলা স্মৃতিরই বন্ধু, নাম মেরি ডি কোস্তা। স্মৃতি আর পলাশের বিয়েতে কোরিওগ্রাফির করছিলেন তিনি। ভাইরাল হওয়া স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে, পলাশ নাকি ওই মহিলাকে একসঙ্গে সাঁতার কাটতে যাওয়ার কথা বলছিলেন। অভিযোগ আরও, যে স্মৃতি নাকি ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন পলাশ আর মেরি ডি কোস্তাকে। তারপরেই নাকি বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পলাশ আর স্মৃতি মান্ধানার বিয়ে নিয়ে যখন ধোঁয়াশা, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পুরনো ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে প্রোপজ করছেন পলাশ, তবে সামনে স্মৃতি নয়, অন্য কেউ। স্মৃতি মন্দানাকে পলাশ মুচ্ছলের প্রেমের প্রস্তাবের যে ভিডিও, তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে স্টেডিয়ামে লড়াই করে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন স্মৃতি, সেই ২২ গজেই তাঁকে প্রেমের প্রস্তাব দেন পলাশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মিষ্টি প্রেম প্রস্তাবের ভিডিও। স্মৃতিকে চোখ বেঁধে ২২ গজে নিয়ে আসেন পলাশ, তারপরে সেখানেই আংটি দিয়ে প্রপোজ করেন তাঁকে। মিষ্টি এই ভিডিও দেখে আবেগে ভাসছিল নেটদুনিয়া, কিন্তু তারপরেই ছন্দপতন।
জানা যাচ্ছে, স্মৃতিই প্রথম প্রেমিকা নন পলাশের। এর আগেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পলাশ। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে, সেটিকে অবশ্য ফেক বলে দাবি করেছেন অনেকেই। তবে শোনা যাচ্ছে, স্মৃতির আগেও বিরভা শাহ বলে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন পলাশ। বিরভা পেশায় চিকিৎসক। বাড়ির অন্দরেই তাঁকে গোলাপে সাজিয়ে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন পলাশ। শোনা যায়, তাঁর সঙ্গে বাগদান ও হয়ে গিয়েছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায় পলাশের। ২০১৭ সালে নাকি বিরভা শাহের সঙ্গে সম্পর্কে ছিলেন পলাশ। কিন্তু কে কারণে পলাশ আর বিরভার বিয়ে ভেঙেছিল, তা জানা যায়নি।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, পলাশ মুচ্ছল আর স্মৃতির বান্ধবীর একটি চ্যাট। কী রয়েছে ভাইরাল হওয়া স্ক্রিনশটে? পলাশ এক মহিলাকে একটি অভিজাত হোটেলে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দেন। তাতে ওই মহিলা জানতে চান, স্মৃতির সঙ্গে তিনি প্রেম করছেন কি না? লোকে দেখলে কী বলবে, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। পলাশ জবাব দেন, 'প্রেম করছি বলে কি তোমার সঙ্গে সাঁতার কাটতে পারি না!' এ-ও জানান যে, দূরত্বের জন্য স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্কও এখন আর আগের মতো নেই। একটা সময় স্মৃতির বিভিন্ন ক্রিকেটীয় সফরে তিনি সঙ্গে যেতেন কিন্তু এখন আর সেটাও সেভাবে হয় না বলে চ্যাটে ওই মহিলাকে জানান পলাশ।