কলকাতা: বাবার অসুস্থতা নাকি অন্য কোনও কারণ? পলাশ মুচ্ছল (Palash Muchhal) আর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-র বিবাহ নিয়ে এখনও বজায় রয়েছে ধোঁয়াশা। সত্যিই কী তাহলে ভেঙে গেল ২ তারকার বিয়ে? শুধু বাবার অসুস্থতা নাকি তার বিয়ে ভেঙে যাওয়ার পিছনে রয়েছে অন্য কোনও কারণ? শোনা যাচ্ছে, অন্য মহিলার সঙ্গে নাকি গোপন সম্পর্কে ছিলেন পলাশ। সেই কথা জানতে পেরেই নাকি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি। ইতিমধ্যেই পলাশের সঙ্গে ভাইরাল হয়েছে মেরি ডি’কোস্টা নামে এক মহিলার চ্যাট। তিনি অবশ্য জানিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
আর এর মধ্যেই ভাইরাল হয়েছে নাতাশা স্ত্যাঙ্কোভিচের (Natasa Stankovic) সঙ্গে পলাশ মুচ্ছলের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একসঙ্গে নাচ করছেন পলাশ মুচ্ছল আর নাতাশা। অনেকদিন আগে নাতাশা একটি মিউজিক ভিডিও-তে অভিনয় করেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, 'ডিজে ওয়ালে বাবু'-তে একসঙ্গে নাচ করছেন নাতাশা আর পলাশ। একটি গাড়ির মধ্যে নাচ করছেন তাঁরা। পলাশ আর নাতাশার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ধেয়ে এসেছে বিভিন্ন কটাক্ষ।
অন্যদিকে, পলাশ মুচ্ছল (Palash Muchhal) আর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-র বিবাহ নিয়ে এখনও বজায় রয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণে পিছিয়ে গিয়েছে পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে। তবে পরবর্তীকালে জানা যায়, অন্য বিষয়। কানাঘুষোয় শোনা যায়, পলাশ মুচ্ছলের সঙ্গে নাকি অন্য একজন মহিলাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্মৃতি। শুধু তাই নয়, প্রকাশ্যে চলে আসে পলাশের সঙ্গে এক নারীর চ্যাটিং ও! জানা যায়, এই নারীর নাম, মেরি ডি’কোস্টা। এই মহিলাই নাকি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন। সেই সূত্রেই নাকি পলাশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেরি।
স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের মধ্যে তৃতীয় ব্যক্তির নাম আসতে, সমস্ত অনুরাগীরা আক্রমণ শুরু করেন এই মেরি ডি’কোস্টাকে। অবশেষে বুধবার মুখ খোলেন মেরি ডি’কোস্টা। বিতর্কিত ওই চ্যাটিং-এর স্ক্রিনশট তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। তবে এরপরেই তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তবে গোটা ঘটনা নিয়ে একটি পোস্ট করেছিলেন মেরি ডি’কোস্টা। সেখানে তিনি জানান, সমাজমাধ্যমে অযথাই তাঁকে আক্রমণ করা হচ্ছে। তিনি আদৌ সেই মহিলাই নন, যিনি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন।