লখনউ: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল ও বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সিনে দুনিয়া থেকে রাজনৈতিক মহল, তোলপাড় হচ্ছে সর্বত্র। এবার ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও প্রযোজক পল্লবী যোশী (Pallavi Joshi)। সোশ্যাল মিডিয়ায় এখন দাবি করা হচ্ছে যে এই ছবির বেশ কিছু অংশ কাল্পনিক (fictional)। সেই গুজব এক কথায় অস্বীকার করলেন পল্লবী যোশী।


মুক্তির আগে তো বটেই, এমনকী ১১ মার্চ মুক্তির পর থেকে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ও অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস' সকলের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। 


উত্তরপ্রদেশের লখনউয়ের এক সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত হয় ছবির গোটা টিম। সেখানে তাঁদের জিজ্ঞেস করা হয় যে ইন্টারনেটে যা শোনা যাচ্ছে ছবির অনেকাংশ কাল্পনিক বলে, তা আদৌ কতটা সত্যি। 


প্রযোজক ও অভিনেত্রী পল্লবী যোশী এই ছবিতে প্রফেসর রাধিকা মেননের চরিত্রে অভিনয় করেন। তিনি ছবির 'কাশ্মীর উদ্দেশ্য'কে সমর্থন করেন এবং তিনি এক কথায় সমস্ত গুজব নস্যাৎ করেছেন। তিনি জানান, তাঁর স্বামী অর্থাৎ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী প্রায় ৪ বছর ধরে এই ছবির জন্য প্রয়োজনীয় গবেষণা করেছেন। 


আরও পড়ুন: Tiger Shroff Update: টাইগার শ্রফের প্রশংসায় পঞ্চমুখ 'হিরোপন্থী টু' পরিচালক


পল্লবী যোশী বলেন, 'আমরা গোটা পৃথিবী ঘুরেছি, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সিঙ্গাপুর, জম্মু ও কাশ্মীর, পুনে, তাইল্যান্ড, দিল্লি যেখানে পেরেছি গিয়েছি কেবলমাত্র ভুক্তভোগীদের প্রথম পরিবারের সঙ্গে দেখা করতে। যার বাবাকে খুন করা হয়, মাকে ধর্ষণ করা হয়, বাচ্চারা নিজেদের চোখের সামনে মা-বাবাকে খুন হতে দেখেন... আমরা তাঁদের সকলের সঙ্গে দেখা করেছি।'


তিনি আরও বলেন, 'আমরা ওঁদের লম্বা ভিডিও সাক্ষাৎকারও নিয়েছি এবং সেগুলোও প্রয়োজনে মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি। ফলে যদি কেউ আমাকে দোষারোপ করেন যে আমি ছবিতে ভুল কিছু দেখিয়েছি তাহলে তাঁরা এসে ওই ভিডিওয় আমাদের ৪০০০ ঘণ্টার গবেষণা দেখে যেতে পারেন।'


১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি। একাধিক রাজ্যে এই ছবি করমুক্ত ঘোষণা করা হয়েছে। বক্স অফিসেও রেকর্ড ভাঙা ব্যবসা করছে এই ছবি।