কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) । এর আগে, ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে অভিনয় করেছিলেন তিনি । সেই ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল । চলেওছিল দীর্ঘদিন ধরে । তবে সেই ধারাবাহিক শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে । এরপরে ছোটপর্দা থেকে দূরেই ছিলেন অভিনেত্রী । তবে নতুন ধারাবাহিক নিয়ে জি বাংলার পর্দায় ফিরছেন পল্লবী শর্মা । তাঁর বিপরীতে দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে ।
নতুন ধারাবাহিকের নাম, 'তারে ধরি ধরি মনে করি' । এই ধারাবাহিকের গল্প শুরু দুটি মানুষকে নিয়ে । তাদের মধ্যে একজন মানুষ এমন যে তার বিবাহিত জীবন থেকে পালাতে চাইছে, আর অন্যদিকে রয়েছে এমন একজন মেয়ে, যে মরিয়া হয়ে একটা পরিবার খুঁজছে । একসঙ্গে থাকার জন্য । নবদ্বীপে একটা পরিণত মানুষ আর একজন ঝলমলে অল্পবয়সী মেয়ের প্রেমের গল্প নিয়েই আসছে নতুন ধারাবাহিক । ধারাবাহিকের নায়কের নাম, গোরা । ধারাবাহিকের নায়িকার নাম, রুপমঞ্জরী ।
ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল তাঁর ধারাবাহিক 'নিম ফুলের মধু' । এই ধারাবাহিকে রুবেল দাসকে দেখা গিয়েছিল পল্লবীর বিপরীতে । এই জুটিকে ভীষণ পছন্দ করেছিলেন দর্শকেরা । তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে, কিছুটা বিরতি নিয়েছিলেন পল্লবী । কিছুটা সময় দিতে চেয়েছিলেন নিজেকে । সেই কারণেই ধারাবাহিক থেকে একটা ছোট্ট বিরতি নিয়েছিলেন পল্লবী । ফের নতুন চরিত্র নিয়ে ফিরছেন তিনি । পল্লবী এমনিতেই ছোটপর্দার ভীষণ পরিচিত মুখ । জনপ্রিয় ও বটে । আর এবার, নতুন চরিত্রে দর্শকদের চমকে দেওয়ার জন্য তৈরি তিনি । তবে কবে থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে, তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ।
প্রসঙ্গত, ধারাবাহিক 'গৌরী এল'-তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন বিশ্বরূপ । এরপরে 'হাঁটি হাঁটি পা পা' ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ । এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) । এবার বিশ্বরূপকে নতুন ভূমিকায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক । তবে নতুন ধারাবাহিক এলে, অবশ্যই মনে করা হয়, এবার কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে? কোন ধারাবাহিককে জায়গা ছাড়তে হবে? সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ।
তবে দর্শকেরা পল্লবীকে ধারাবাহিকের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন । পাশাপাশি, বিশ্বরূপ আর পল্লবীর নতুন জুটি কেমন জমে, সেটাও দেখার ।