মুম্বই: তিনি জানতেন না, পান মশলা মানুষের স্বাস্থ্যের পক্ষে খারাপ। বিষয়টি গোপন করে তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছিল। অভিযোগ করলেন জেমস বন্ড চরিত্রাভিনেতা পিয়ার্স ব্রসনান।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের টোব্যাকো কন্ট্রোল সেল গত মাসে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করার জন্য আইরিশ অভিনেতা ব্রসনানকে কারণ দর্শানো নোটিশ দেয়। আইনজীবীর মাধ্যমে ব্রসনান অভিযোগ করেছেন, ঠকানো হয়েছে তাঁকে। ওই সংস্থা তাঁকে বলেনি, পান মশলা শরীরের পক্ষে ক্ষতিকর। তা ছাড়া চুক্তির কয়েকটি শর্তও গোপন রাখে তারা।

ব্রসনান আরও জানিয়েছেন, এখন থেকে এমন কোনও সংস্থাকে তিনি সাহায্য করবেন না যারা ক্ষতিকর জিনিসপত্র বিক্রি করে। পান বাহারের সঙ্গে তাঁর চুক্তি শেষ, এবার তিনি টোব্যাকো কন্ট্রোল সেলকে সব রকমভাবে সাহায্য করতে পারবেন।

টোব্যাকো কন্ট্রোল সেল জানিয়েছে, তাদের কাজ সেলিব্রিটিদের বোঝানো, সমাজের প্রতি তাঁদের দায়িত্ব রয়েছে। কিন্তু যদি তাঁরা তাতে কান না দেন, তবে জনস্বার্থে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। ৬৪ বছরের ব্রসনানকে ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে বা জেল হতে পারে ২ বছরের জন্য।