নয়াদিল্লি: জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত' অনুরাগীদের জন্য সুখবর, আসতে চলেছে তৃতীয় সিজন। যদিও আগেই এই খবর ঘোষণা করা হয়েছিল নির্মাতাদের তরফে। তবে আর বিশেষ কোনও তথ্য মেলেনি। এবার শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে আগামী সিজনের বিহাইন্ড দ্য সিনস কিছু ছবি শেয়ার করে তারা। অর্থাৎ প্রকাশ্যে এসেছে প্রথম লুক।


আসছে 'পঞ্চায়েত সিজন ৩', ঘোষণা নির্মাতাদের


শনিবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও কিছু 'বিহাইন্ড দ্য সিনস' ছবি শেয়ার করেন। অবশ্যই সেগুলি সিজন ৩-এর সেটের টুকরো দৃশ্য সেগুলি, এবং স্বভাবতই অনুরাগীরা উচ্ছ্বসিত। তৃতীয় সিজনের শ্যুটিংয়ের সময় তোলা ছবি। ইনস্টাগ্রাম পেজে এই পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'আমরা জানি যে এই অপেক্ষা অসহনীয়, সেই কারণে আমরা সেটের থেকে আপনাদের জন্য কিছু জিনিস আনলাম। প্রাইমে পঞ্চায়েত, সিজন ৩।'


এই পোস্টের প্রথম ছবিতে দেখা গেল সিরিজের মুখ্য চরিত্র জিতেন্দ্র কুমারকে বাইসাইকেলে চড়ে। অপর ছবিতে দেখা গেল অশোক পাঠক, দুর্গেশ কুমার, ফৈজল মালিককে যথাক্রমে প্রহ্লাদ, ভূষণ ও বিনোদের চরিত্রে। দ্বিতীয় ছবির ওপরে লেখা বার্তা, 'ঠোক্কর খেলে যন্ত্রণা হয়, তখনই মানুষ শিখতে পারে।'


 






'পঞ্চায়েত' সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রঘুবীর যাদব ও নীনা গুপ্তা। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত '৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর ইনঅগরাল শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় এই সিরিজ। কিছুদিন আগেই নীনা গুপ্তা ওরফে সিরিজের মঞ্জু দেবী, একটি ভিডিও শেয়ার করেন। তৃতীয় সিজনের শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন তিনি। ভিডিওয় দেখা গেল সিরিজের কাস্ট একত্রিত হয় কেক কাটতে ব্যস্ত। নীতা গুপ্তার সঙ্গে দেখা মেলে রঘুবীর যাদব, চন্দন রায়, সানভিকা ও ফৈজল মালিকের। নীনা গুপ্তা লেখেন, 'পঞ্চায়েতের তৃতীয় সিজনের wrap up।'


আরও পড়ুন: Top Web Series: বছর শেষের ছুটিতে বাড়ি বসে বিঞ্জ-ওয়াচের প্ল্যান? কী কী দেখতেই হবে, তালিকা দিচ্ছে এবিপি লাইভ


অত্যন্ত জনপ্রিয় এই 'পঞ্চায়েত' সিরিজ বলে অভিষেক ত্রিপাঠীর জীবনের গল্পের একাংশ। জিতেন্দ্র কুমার এই চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রের ইচ্ছে এমবিএ শেষ করা, তবে তাঁর জীবনের আসে আজব একাধিক বাঁক যখন এক গ্রামের পঞ্চায়েত সচিব হয়ে তিনি কাজ শুরু করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।