ডারবান: বিশ্বকাপের ফাইনালে হারের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। তারপরই ভারতীয় ক্রিকেটারেরা বেরিয়ে পড়েছেন প্রোটিয়া সফরে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে রবিবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সফর। আর সেই সিরিজে ভারতের অন্যতম ভরসা রিঙ্কু সিংহ (Rinku Singh)।
ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংহ দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করার অভিজ্ঞতা জানিয়েছেন। রিঙ্কু বলেছেন, ‘এখানকার আবহাওয়া অসাধারণ। প্র্যাক্টিসে আসার আগে আমরা একটু হেঁটে নিয়েছি। তারপর নেটে অনুশীলন করতে এসেছি। এই প্রথম বার আমি রাহুল দ্রাবিড়ের অধীনে অনুশীলন করলাম। এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি। দ্রাবিড় স্যর আমাকে বলেছেন, আমি এতদিন যেভাবে খেলছিলাম সেটাই যেন করি। এবং দ্রাবিড় স্যার আমাকে বলেছেন, ৫ নম্বরে খেলা কঠিন কিন্তু আমি নিজের উপর যেন বিশ্বাস রাখি। নিজের দক্ষতার উপর যেন আস্থা রাখি।’
দক্ষিণ আফ্রিকার পিচ মানেই গতিসম্পন্ন। বাইশ গজে থাকবে বাড়তি বাউন্স। প্রোটিয়াদের দেশের পরিবেশ এবং সেখানকার উইকেট নিয়ে রিঙ্কুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ’দক্ষিণ আফ্রিকার পরিবেশ একেবারেই আলাদা। আজ আমি এখানে ব্যাটিং করলাম। বুঝতে পারলাম এখানে উইকেটে অতিরিক্ত বাউন্স রয়েছে। যা সাধারণত ভারতে থাকে না। এবং এখানে গতিসম্পন্ন উইকেট। আমি সেই গতির সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টা করব।’
ব্যাটিং অর্ডারের ৫ নম্বর পজিশনে খেলা নিয়ে রিঙ্কু বলেন, ‘২০১৩ সাল থেকে আমি উত্তর প্রদেশের হয়ে খেলেছি। আমি সব সময় ৫ নম্বরেই ব্যাট করতাম। ওই পজিশনে ব্যাট করা কঠিন। কারণ তার আগে কয়েকটা উইকেট পড়ে যায়। তখন একটা পার্টনারশিপ গড়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমি নিজের মনোবল বাড়ানোর সবসময় চেষ্টা করতাম। আমি, রবি বিষ্ণোই, আবেশ খান, জিতেশ শর্মা, কুলদীপ যাদব সব সময় একসঙ্গে থাকি। এক সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ।’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।