কলকাতা: এই ওয়েব সিরিজের ৩টে সিজন এর আগেই ব্যাপক সাফল্য পেয়েছে। শুধু সাফল্য বললে কম বলা হয়, এই সিরিজ মানুষের মনে একটা নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে। দর্শকেরা কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকেন এই ওয়েব সিরিজের নতুন সিজনের জন্য। 'পঞ্চায়েত' (Panchayat)। আর এভার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল এই ওয়েব সিরিজের নতুন সিজনের। আসতে চলেছে 'পঞ্চায়েত সিজন ৪'। বৃহস্পতিবার নির্মাতারা এই ঘোষণাই করেছেন। 

জনপ্রিয় টিভিএফ সিরিজ ‘পঞ্চায়েত’ আজ ৫ বছরে পা দিয়েছে। অনুষ্ঠানটি ২০২০-র ৩ এপ্রিল প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছিল। এই সিরিজের চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা অনুরাগীদের জন্য সুখবর, কারণ নির্মাতারা শোয়ের পঞ্চম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে নতুন সিজন মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ‘পঞ্চায়েত সিজন ৪’ মুক্তি পাবে ২০২৫-এর ২রা জুলাই। জনপ্রিয় এই সিরিজে আরও অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়,  সানভিকা,  ফয়সাল মালিক,  দুর্গেশ কুমার,  সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা।

প্রাইম ভিডিও একটি প্রচারমূলক ভিডিও শেয়ার করেছে যেখানে অভিনেতা জিতেন্দ্র কুমার, ‘সাথ নিভানা সাথিয়া’ খ্যাত গোপী বহু অর্থাৎ জিয়া মানেক এবং ভাইরাল সেনসেশন দর্শন মাগদুম  মিলে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। 'পঞ্চায়েত' একটি জনপ্রিয় কমেডি-ড্রামা সিরিজ। এটি উত্তর প্রদেশের ফুলেরা নামে একটি কাল্পনিক গ্রামে পঞ্চায়েত সচিব হিসাবে যোগদানকারী একজন ইঞ্জিনিয়ারিং স্নাতকের জীবন নিয়ে। গত পাঁচ বছরে, অনুষ্ঠানটি চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করেছে। 'পঞ্চায়েত সিজন ৪'-এর প্রযোজনা করেছেন দ্য ভাইরাল ফিভার এবং দীপক কুমার মিশ্র এবং চন্দন কুমার (একজন লেখকও) এটি তৈরি করেছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র এবং অক্ষত বিজয়বর্গীয়।

এই ঘোষণায় উচ্ছ্বসি পঞ্চায়েত অনুরাগীরাও। একজন লিখেছেন, 'এই মহাবিশ্বের নাম কি দেব?' আরেকজন লিখেছেন, 'প্রাইম একটা মাল্টিভার্স তৈরি করছে সত্যি সত্যিই।' হত সিজন শেষ হয়েছিল প্রধানজীর গুলি লাগার ঘটনা দিয়ে। কিন্তু প্রধানজীকে কে গুলি মারল, সেটাই উদঘাটন হবে এই সিরিজে। সঙ্গে থাকবে আরও বিভিন্ন চমক।