নয়াদিল্লি: ১৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি কত্থক গুরু পণ্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj)। ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়।


তাঁর মৃত্যু সংবাদ সমগ্র শিল্প জগতের কাছে একটা বড় ধাক্কার মতো আসে। তাঁর অজস্র ভক্ত, তারকা সহ বহু মানুষ কিংবদন্তি কত্থক শিল্পীকে হারানোর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর খবর আত্মীয়রাই দেন। পণ্ডিত বিরজু মহারাজ তাঁর নাতিদের সঙ্গে খেলছিলেন যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং অজ্ঞান হয়ে পড়েন।


তাঁর মৃত্যুর এক দিন পর, তাঁর শেষকৃত্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে যেখানে তাঁর ছেলে জয়কিশান মহারাজ এবং দীপক মহারাজ; শাশ্বতী সেন ও অন্যান্য শিষ্যরা; পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের কত্থকের (Kathak) বোল বাণী আবৃত্তি করতে দেখা যাচ্ছে। প্রয়াত পণ্ডিতজির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।


এক ফেসবুক ব্যবহারকারী সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।


 



এর আগে, পণ্ডিত বিরজু মহারাজের নাতনি রাগিনী মহারাজ সংবাদ সংস্থা এএনআইকে জানান যে, মহারাজজি গত এক মাস ধরেই চিকিৎসাধীন ছিলেন। তিনি পণ্ডিতজির মৃত্যুর পরে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেন। তিনি লেখেন, 'গুরুর চলে যাওয়া, দাদুর চলে যাওয়া তো মেনে নিলাম কিন্তু এক বন্ধুর চলে যাওয়া অসহনীয় হয়। আমার দুষ্টু বন্ধু কোথাও চলে গেছেন। দুর্ভাগ্যের বিষয় মানুষের আসা আর যাওয়া তাঁর নিজের হাতে থাকে না, যদি হত তাহলে আপনার সঙ্গেই চলে যেতাম। ততদিন পর্যন্ত আপনি যেখানে আছেন সেখানেই দুষ্টুমি করুন। যখন সময় আসবে তখন আপনার থেকে ঠুমরির ওই ভাবটা শিখব যা গত ৪ মাস ধরে আপনি বলে যাচ্ছিলেন কিন্তু শেখাতে পারলেন না। আপনি যে তালিম দিয়ে গেছেন তা এরপরের মানুষ পর্যন্ত পৌঁছে নিয়ে যাব ও করে যাব। কোনও ভুল হয়ে গেলে পরে ঠিক করে দেবেন।'


 






পদ্মবিভূষণ প্রাপ্ত শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যশিল্পীদের মহারাজ পরিবারের উত্তরসূরী ছিলেন।


আরও পড়ুন: Yeh Kaali Kaali Ankhein: প্রেম আর প্রতিহিংসার টানাপোড়েনে 'ইয়ে কালি কালি আঁখে'-র প্রাণভোমরা শ্বেতা, সৌরভ, কল্পের অভিনয়