ইস্তানবুল: আজকাল ভারত ও তুরস্কের দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না। গত কয়েক মাসে নানা ইস্যুতে তুরস্ক বারংবার যে ভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তাতে তুরস্ককে ভালো নজরে দেখছেন না অনেকই। আর এই সময়েই আগুনে ঘি ঢেলে দিলেন আমির খান। দেখা করলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে। আমিরের সঙ্গে তাঁর এই অফিসিয়্যাল বৈঠক ভালোভাবে মেনে নিতে পারেননি অনেকেই। হালে কাশ্মীরে আর্টিকল ৩৭০ ধারা বিলোপ করা-সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে তুরস্ক। কিছুদিন আগে



তুরস্কের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মন্তব্য করেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত প্রত্যাহারের পর উপত্যকায় শান্তি পরিস্থিতিতে বিঘ্ন ঘটেছে।
শনিবার তুরস্কের ফার্স্ট লেডি তাঁর অফিসিয়্যাল টুইটার অ্যাকাউন্টে আমিরের সঙ্গে তাঁর সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, আমার দারুণ সৌভাগ্য হয়েছে ইস্তানবুলে বিশ্বের অন্যতম পরিচিত অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করার। আমি এটা জেনে খুশি হলাম, আমি তাঁর সাম্প্রতিকতম ছবি ‘লাল সিং চড্ডা’র শ্যুটিংয়ের শেষ অংশ তুরস্কের বিভিন্ন জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছেন'।
প্রসঙ্গত, ‘লাল সিং চড্ডা’ ছবির শ্যুটিংয়ে গত সপ্তাহেই তুরস্ক গিয়েছেন আমির। করোনা আবহের মধ্যে আপাতত বিদেশেই ছবির শ্যুটিং সারছেন আমির, অক্ষয়রা। ‘লাল সিং চড্ডা’ ছবির শেষ পর্বের পুরো শ্যুটিংই হবে তুরস্কে। তুরস্কের রাজধানী ইস্তানবুলে যাওয়ার পর এয়ারপোর্ট, হোটেলে ফ্যানদের সঙ্গে আমিরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু রবিবার তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে আমির খানের আনুষ্ঠানিক সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই তুমুল ক্ষুদ্ধ এদেশের নেটিজেনদের একটা বড় অংশ।