কলকাতা: ফের মুম্বই পাড়ি আরেক বাঙালি অভিনেত্রীর! পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi)-র সঙ্গে নতুন ছবির শ্যুটিং শেষ করলেন জয়া আহসান (Jaya Ahashan)। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নতুন কাজ নিয়ে অকপট অভিনেত্রী। অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roychowdhury) পরিচালনায় এই প্রথম পঙ্কজের সঙ্গে জুটি বাঁধলেন জয়া।                                           


সূত্রের খবর, এই ছবির নাম 'কড়ক সিং'। এই ছবিতে জয়া ছাড়াও রয়েছেন সঞ্জনা সংঘী (Sanjana Sanghi)। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর শেষ ছবি 'দিল বেচারা' (Dil Bechara)-র নায়ক ছিলেন সঞ্জনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা শেয়ার করে নিয়েছিলেন কলকাতার টুকরো ছবি। এই ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়।                                                   


আর পড়ুন: Ram Charan: ভোর ৪টেয় লুকিয়ে স্থানীয় সিনেমাহলে গিয়ে 'আর আর আর' দেখেছিলেন খোদ ছবির নায়ক!


সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে জয়া লিখেছেন, 'আমি ভীষণ খুশি আর ধন্য অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় একটা এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করে। আমরা অনিরুদ্ধ রায়চৌধুরীতে টনি দা বলে ডাকলেই পছন্দ করে।  গোটা ছবিতে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা আর পঙ্কজ ত্রিপাঠী এবং অন্যান্যদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। একজন শিল্পীর শেখার কোনও শেষ নেই। এই গোটা ছবির শ্যুটিংয়ে আমি অনেক কিছু শিখেছি। টিমের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সাহায্য করার জন্য। আমি আপনাদের সবার সঙ্গে ফের কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।'                                                                                                       


এই ছবির শ্যুটিং শেষ হয়েছে সদ্যই। শ্যুটিংয়ের শেষ দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সঞ্জনাও। এখনও প্রকাশ্য়ে আসেনি ছবির মুক্তির দিন বা চরিত্রদের লুক। বঙ্গকন্যার বলিউড অভিনয় দেখার জন্য মুখিয়ে দর্শকেরা।