কলকাতা: তিনি বলিউডের অন্যতম অন্যধারার অভিনেতা। তবে তিনি নাকি অভিনেতা হতে চানইনি কখনও। স্বপ্ন দেখছিলেন, বড় হয়ে একটা ট্র্যাকটর কিনবেন। ক্ষেতের কাজ করবেন, কৃষিকাজ করবেন বাড়ির বড়দের মতোই। কিন্তু তারপরে কী হল যে তিনি হয়ে গেলেন অভিনেতা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের জীবনের অজানা গল্প বলছিলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)।
সদ্য একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, 'আমার ইচ্ছা ছিল, বড় হয়ে একটা ট্র্যাকটর কিনব, কৃষিকাজের কাজ করব বাবার মতো। সেটাই আমার স্বপ্ন ছিল যে বড় হয়ে ট্রাকটর চালাব। কিন্তু ক্লাস ১০-এ আমার ঘরে যদি ট্র্যাকটরটা চলে আসত, তাহলে হয়তো আমি আর ক্ষেতের কাজই করতাম। ট্র্যাকটর চালাতাম। কিন্তু ট্র্যাকটর আমার ঘরে এল না বলেই আমি অভিনেতা হলাম। যদি তুমি কিছু চাও আর ঈশ্বর সেটা তোমায় না দেন, তাহলে বুঝতে পারবে সেটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর হয়তো তোমার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন। ঠিক যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ঘরে যদি ক্লাস টেনে ট্র্যাকটরটা এসে যেত, তাহলে আমি আর অভিনেতা হতে পারতাম না।'
প্রসঙ্গত, ২০১২ সালে শ্যুটিং হয়েছিল অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনুরাগ কশ্যপের সেই ছবির স্মৃতি রোমন্থন করেছেন পঙ্কজ। কীভাবে শ্যুটিং হত, কাজ হত সেই বর্ণনাও দিয়েছেন তিনি। পঙ্কজের কথায়, 'এখন সব অভিনেতা অভিনেত্রীরাই শট দেওয়ার পরে নিজের নিজের ভ্যানিটি ভ্যানে ফিরে যান। সেখানেই সময় কাটান একা বসে। হয়তো বা আগামী শটের প্রস্তুতি নেন। তবে যখন আমরা গ্যাংস অফ ওয়াসেপুর-এ কাজ করেছি, এই প্রথা ছিল না। তখন তো ভ্যানিটিও ছিল না। সবাই বাইরে চেয়ার পেতে বসে গল্প করতাম।'
পঙ্কজ ত্রিপাঠি বড়মাপের অভিনেতা হলেও চিরকালই মাটির কাছাকাছি থাকা মানুষ। বাংলার জয়া আহসান (Jaya Ahsaan)-এর আগে পঙ্কজের সঙ্গে কাজ করেছেন একটি ওটিটি ফিল্ম 'কড়ক সিং'-এ। সেখানে জয়া গল্প করেছিলেন, পঙ্কজ ত্রিপাঠি নাকি সেটেই রান্না করতেন! জয়া জানিয়েছিলেন নিজের ঘরে ইন্ডাকসন বার্নার এনে রেখেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। শটের ফাঁকে সেখানেই নাকি তিনি নিজের হাতে মোমো বানাতেন। অবসর পেলেই সবাই গিয়ে সেই মোমো খেয়ে আসত। পঙ্কজ নাকি সাধারণত বাড়ি থেকে আনা খাবার খেতেন। আর সেখানেই একদিন লিট্টি-চোখা এনে খাইয়েছিলেন সবাইকে।
আরও পড়ুন: Neetu Kapoor: পাশে রণবীর-আলিয়া, তবুও রাজ কপূরের শতবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে মন ভারি নীতু কপূরের!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।