মুম্বই: প্রেক্ষাগৃহে চলার পর এবার ওটিটিতে (OTT Release) মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। অনলাইনে কবে মুক্তি পাবে এই ছবি? দেখা যাবে কোন প্ল্যাটফর্মে?
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'ম্যায় অটল হুঁ'
পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ম্যায় অটল হুঁ' ছবি আগেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার সেই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৪ মার্চ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমা। 'ম্যায় অটল হুঁ' ছবির পরিচালক রবি যাদব। মুখ্য চরিত্র অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠীকে।
এই ছবিতে কাজের অভিজ্ঞতা মনে করে পঙ্কজ বলেন, 'আমাদের দেশের সবচেয়ে বিবিধ নেতাদের অন্যতম একজনের চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের, যিনি দেশের সাফল্যের বুনিয়াদ তৈরি করেছিলেন। আমি অটল জি ও তাঁর দুর্দান্ত রাজনৈতিক সফর সম্পর্কে জ্ঞাত ছিলাম, এই সিনেমা আমাকে তাঁর আরও অনেক অনুপ্রেরণামূলক গুণাবলী ও জীবনের একাধিক দিক সম্পর্কে জানান দেয় যা আমার জীবনে এক বিশেষ দাগ তৈরি করেছে। আমার কর্মজীবনের অন্যতম বড় কাজগুলির একটা শ্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে কাজ করা এবং আমি তার জন্য কৃতজ্ঞ। এবার যখন এই ছবি বিশ্বজুড়ে ডিজিট্যাল ডেবিউ করতে চলেছে, আমি সকল ভারতবাসীকে অনুরোধ করব এই সাধারণ মানুষটির অনন্য গল্প দেখুন ও অনেক শিক্ষা নিয়ে যান।' এই ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি বিরমানি ও রবি যাদব।
এবিপি লাইভের রিভিউ, কেমন হয়েছে 'ম্যায় অটল হুঁ'?
বলাই বাহুল্য, পঙ্কজ ত্রিপাঠী এই ছবির প্রাণ। দুর্দান্ত তাঁর কাজ। অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তির চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং। একটুও সমস্যা হলে ওঁর অনুরাগীরা ধেয়ে আসতেন। বাজপেয়ীর প্রত্যেকটি অঙ্গভঙ্গি খুব নিখুঁতভাবে অনুকরণ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ওঁর কবিতা হোক বা ওঁর ভাষণ। একটি ছোট মেয়ে তাঁকে লাঞ্চের জন্য ডাকলে প্রথমে তাকে না বলে ফের হ্যাঁ বলার যে দৃশ্য, তা দারুণ। পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও পীযুষ মিশ্রও দারুণ কাজ করেছেন। তিনি অটল বিহারী বাজপেয়ীর বাবার চরিত্রে অভিনয় করেছেন। সাপোর্টিং কাস্টও খুব ভাল।
রবি যাদবের পরিচালনা বেশ ভালই। ছবিটি টানটান করার সমস্ত চেষ্টা তিনি করেছেন এবং তাতে তিনি সফলও হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে যেভাবে তিনি পরিবেশন করেছেন তাতে সেগুলি কোথাওই একঘেয়ে লাগেনি, বরং তা বেশ মন ছুয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।