নয়াদিল্লি: মাঝে কয়েক বছর বিরতি। আবারও আলোচনার কেন্দ্রে Monolith, রহস্যজনক ঝকঝকে স্তম্ভ। এবার ইস্পাতের তৈরি ঝকঝকে, দৈত্যাকার একটি স্তম্ভ চোখে পড়ল ওয়েলসের একটি পাহাড়ে চূড়ায়। ত্রিভুজাকার, ১০ ফুট দীর্ঘ ওই স্তম্ভ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কেউ বা কারা সেটি বসিয়ে গিয়েছেন বলে চোখে পড়েনি স্থানীয়দের। তাই আচমকা কোথা থেকে আবির্ভাব ঘটল, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Monolith Reappears)


ওয়েলসের Hay-on-Wye এলাকায় Hay-Bluff নামের একটি পাহাড়ের মাথায় সপ্তাহান্তে ওই  Monolithটি আবির্ভূত হয়েছে। ২০২০ সালে ব্রিটেন জুড়ে এমন একাধিক Monolith চোখে পড়ে। সেই নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবারও তার অন্যথা হয়নি। কোথা থেকে এল ওই Monolith, সেই নিয়ে নানা দাবি উঠছে। কেউ বলছেন, ভিনগ্রহীরা ওই Monolith রেখে গিয়েছেন। আবার কারও কারও মতে, মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ ওই Monolith. (Monolith in Wales)


যদিও অনেকেই এই যুক্তি মানতে নারাজ। আগেও একাধিক বার এই Monolith-এর আবির্ভাব ঘটে। সেই নিয়ে শোরগোলও বাধে বিস্তর। তাই কেউ বা কারা নিজেদের শিল্পকর্মকে গোপনে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। কিন্তু অত বড় স্তম্ভটিকে সেখানে নিয়ে যাওয়া হল কোন উপায়ে, সেই নিয়ে ধন্দ দেখা দিয়েছে। কেউ কেউ যদিও দাবি করছেন, স্তম্ভটি শুধু আকারেই বড়। ভিতরের অংশ ফাঁপা। তাই তুলে নিয়ে যাওয়া কষ্টসাধ্য নয় মোটেই।


আরও পড়ুন: Comet Pons-Brooks: আয়তনে এভারেস্টের সমান, চলতি মাসেই রাতের আকাশে দৈত্যাকার ধূমকেতু, দেখা যাবে খালিচোখেই


২০২০ সালে ইউরোপের বিভিন্ন দেশে এমন একাধিক Monolith-এর আবির্ভাব ঘটে। আমেরিকাতেও দেখা যায় Monolith। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কের দক্ষিণে এমন একটি স্তম্ভ চোখে পড়ে, যার উপর প্রাচীন তুর্কি ভাষায় সাঙ্কেতিক কিছু লেখাও ছিল, বাংলায় যার তর্জমা করলে অর্থ হয়, 'আকাশের দিকে তাকিয়ে দেখো, চাঁদকে দেখো'। পরে যদিও জানা যায়, তুরস্ক সরকারই ওই কাণ্ড ঘটায়, যাতে নিজেদের মহাকাশযান অভিযানের দিকে সকলের নজর ঘোরানো যায়। 


তবে দেখতে ঝকঝকে হলেও, Monolith-কে শিল্পকর্ম বলায় আপত্তি রয়েছে অনেকের। তাঁদের মতে বড্ড বেশি চোখে লাগে সেগুলি, পরিবেশের জন্যও ক্ষতিকর। Monolith নিয়ে এমন নানা মতামত রয়েছে।  তবে নতুন করে ফের তার আবির্ভাবে শোরগোল পড়ে গিয়েছে। রোমানিয়াতেও এমন Monolith চোখে পড়ে। কে বা কারা সেগুলি বসিয়ে রেখে গিয়েছিল আজও জানা যায়নি। আমেরিকার উটা এবং ক্যালিফোর্নিয়ায় যে দু'টি Monolith চোখে পড়ে, সেগুলি নিউ মেক্সিকোর শিল্পীরা বসিয়ে যান বলে পরবর্তীতে সামনে আসে।