মুম্বই : আরও একটা জন্মদিনে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। আর তাঁর জন্মদিনে অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা ভালোবাসা ভরা শুভেচ্ছায় সোশ্য়াল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। শিক্ষক দিবসের এই বিশেষ দিনে ৪৫ বছরে পা দিলেন অভিনেতা।
আজকের বিশেষ দিনে পঙ্কজ ত্রিপাঠিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'শুভ জন্মদিন পঙ্কজ। জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তোমায়। প্রার্থনা করি, তোমার জীবন আলোয় ভরে থাকুক।' আবার বলিউডের আর এক দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নিও। তোমার জার্নি আমাদের প্রেরণা যোগায়। পাশাপাশি এভাবেই কেরিয়ারে তোমার আরও সফলতা পাওয়া দেখতে, তোমার জন্য আমাদের মাথা গর্বের সঙ্গে উঁচু হয়ে ওঠে। এভাবেই আরও এগিয়ে যাও। খুশি থাকো। সুস্থ থাকো।' শিক্ষক দিবসেই জন্মদিন হওয়ায় অভিনেতা গুলশন দেবিয়া তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, 'শুভ শিক্ষক দিবস স্যর। আমি আপনার কাজ দেখে যেমন অনেক কিছু শিখেছি, তেমন বলতে দ্বিধা নেই যে অনেক কিছু চুরিও করেছি।' অভিনেতা শরদ কেলকারকে তাঁর টুইটার হ্যান্ডলে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে হাসিমুখের একটি ছবিও শেয়ার করতে দেখা গিয়েছে। যেখানে তিনি ক্যাপশনে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
'রান', 'ওমকারা'-র মতো ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। যেখানে অভিনেতাকে খুবই ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। পরবর্তীকালে অনুরাগ কাশ্যপের হিট ছবি 'গ্যাংস ওফ ওয়াসেপুর' দিয়ে লাইমলাইটে আসেন তিনি। ছবিতে পঙ্কজ ত্রিপাঠির অভিনয় দর্শকদের তাঁর অনুরাগী হতে বাধ্য করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর 'ফুকরে', 'মাসান', 'নীল বাট্টে সান্নাটা', 'বরেলি কি বরফি', 'নিউটন', 'স্ত্রী', 'ফুকরে রিটার্নস'-র মতো ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ে দক্ষতার জন্য বিভিন্ন পুরস্কারের পাশাপাশি জাতীয় পুরস্কারও ঝুলিতে ভরেছেন পঙ্কজ ত্রিপাঠি। তাঁকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।