কলকাতা: লাল পাড় সাদা শাড়ি, সিঁদুরে রাঙা মুখ, আবাসনের পুজোয় অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam) যেন ঘরের মেয়ে। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনে দেবীবরণ করলেন অভিনেত্রী পাওলি। শুধু কী তাই? ধুনুচি হাতে পাওলিকে পাওয়া গেল নাচের ছন্দেও।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পাওলি দাম জানালেন, প্রতি বছরই এই পুজোয় হাজির হন তিনি। অঞ্জলি থেকে শুরু করে পুজোর কাজ, সবেতেই হাত লাগান পাওলি। প্রায় ৫০ বছরের পুরনো এই পুজো। এই বছরও বাকি সব বছরের মতোই সিঁদুরখেলা, ধুনুচি নাচে মাতেন পাওলি। প্রতি বছর নাকি আবাসনের সবার অনুরোধ থাকে, সন্ধিপুজো আর ধুুনুচি নাচে যেন অংশ নেন পাওলি। সেই মতো এবারেও সিঁদুরে রাঙা হলেন পাওলি, পা মেলালেন ধুনুচি নাচে। বিদায়বেলায় মায়ের কানে কানে সবার ভালোই চাইলেন পাওলি। বাকিটা? পাওলি হেসে বললেন.. 'সিক্রেট'
আরও পড়ুন: Nusrat Yash: বাওয়ালি রাজবাড়িতে যশ-নুসরত, দশমীতে সিঁদুর, শাঁখা-পলায় নজরকাড়া নায়িকা
অন্যদিকে, সবাই যখন লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন, তখন তিনি বাছলেন এক্কেবারে অন্য পোশাক। লাল সাদা ঝলমলে লেহঙ্গা, সঙ্গে ভারি গয়না। শাঁখা, পলা, সিঁদুরে নজরকাড়া নুসরত জাহান (Nusrat Jahan)। সবাই যখন কলকাতার মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সিঁদুরখেলায়, তখন বাওয়ালি রাজবাড়ি থেকে সিঁদুরখেলার ছবি শেয়ার করলেন নায়িকা।
লাল ফুলহাতা কাজকরা ব্লাউজের সঙ্গে মানানসই সাদা লেহঙ্গা, ওড়নায় ঝলমলে সোনালি.. নুসরতের বিজয়া সাজে অন্যরকম ছোঁয়া। খোলা চুলে সৌন্দ্যর্য্য যেন বাড়িয়ে দিয়েছে সিঁথি ভরা সিঁদুর। গালেও আলতো সিঁদুরের ছোঁয়া নুসরতের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। ভারি গয়নায় নুসরত নজরকাড়া।